বিপিএলের কারণে বাধ্য হয়ে নিয়ম বদলাচ্ছে পিএসএল

ক্রিকেট দুনিয়া December 18, 2021 1,346
বিপিএলের কারণে বাধ্য হয়ে নিয়ম বদলাচ্ছে পিএসএল

পাকিস্তান সুপার লিগ (পিএসএল) এর সপ্তম আসরের পর্দা উঠতে চলেছে আগামী বছরের ২৭ জানুয়ারি থেকে। এখনো চূড়ান্ত সূচি প্রকাশ না হলেও অনেকটা একই সময়ে মাঠে গড়াবে বাংলাদেশ প্রিমিয়ার লিগও (বিপিএল)। ফলে সাংঘর্ষিক এই সূচির কারণে উল্লেখযোগ্য সংখ্যক তারকা ক্রিকেটারকে এবার পাচ্ছে না পিএসএল।


ফলে নতুন নিয়ম করে প্রতিটি দলে দুইজন করে বাড়তি ক্রিকেটার নেওয়ার পথে হেঁটেছে পিএসএল আয়োজকরা।গেল ১২ ডিসেম্বর অনুষ্ঠিত হয়েছে পিএসএলের সপ্তম আসরে প্লেয়ার্স ড্রাফট। যেখানে বিভিন্ন ক্যাটাগরি থেকে পছন্দমতো ক্রিকেটার বেছে নিয়েছে ফ্যাঞ্জাইজি গুলো। তবে পিসিবি এবং ছয়টি ফ্যাঞ্জাইজির সম্মতিক্রমে আরও দুইজন করে বাড়তি ক্রিকেটার দলে নেওয়ার সুযোগ পাচ্ছে দলগুলো।

যেখানে সাপ্লিমেন্টারি ক্যাটাগরি থেকে একজন বিদেশি এবং একজন দেশি উদীয়মান খেলোয়াড় বেছে নেওয়ার সুযোগ পাবে দলগুলো। আগামী ৭ই জানুয়ারি ভার্চুয়ালি এই ‘মিনি ড্রাফট’ অনুষ্ঠিত হবে।


যেখানে করাচি কিংসের কাছে প্রথম অতিরিক্ত খেলোয়াড় বেছে নেওয়ার প্রথম বিকল্প থাকবে। এরপরে একে একে লাহোর কালান্দার্স, ইসলামাবাদ ইউনাইটেড, কোয়েটা গ্ল্যাডিয়েটরস, মুলতান সুলতানস এবং পেশোয়ার জালমি তাদের পছন্দ সই দুইজন বাড়তি ক্রিকেটার দলে টানতে পারবে।


প্রসঙ্গত এর আগে বিপিএলের কারণে আন্দ্রে রাসেল, সুনিল নারিন, মঈন আলী, ফাফ ডু প্লেসিস, স্যাম বিলিংসের মতো তারকারা পিএসএলের আসন্ন আসর থেকে নিজেদের নাম সরিয়ে নিয়েছেন।


উল্লেখ্য আগামী বছরের ২৭শে জানুয়ারি করাচিতে করাচি কিংস এবং বর্তমান চ্যাম্পিয়ন মুলতান সুলতানসের ম্যাচ দিয়ে পর্দা উঠবে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) সপ্তম আসরের। তারপর একমাস ব্যাপী ব্যাটে-বলের লড়াই শেষে আগামী ২৭শে ফেব্রুয়ারি ফাইনাল দিয়ে ইতি টানবে আসরটি।


সুত্রঃ Sportszone24