২০২২ সালে বাংলাদেশ ক্রিকেটের ব্যস্ত সূচি দেখে নিন

ক্রিকেট দুনিয়া December 14, 2021 3,203
২০২২ সালে বাংলাদেশ ক্রিকেটের ব্যস্ত সূচি দেখে নিন

নানা ঘটনা-প্রবাহের মধ্য দিয়ে শেষ হতে যাচ্ছে ২০২১ সাল। আসছে বছরে মাঠের ক্রিকেটে হাঁফ ফেলার সুযোগ নেই বাংলাদেশের। বলা যায় আগামী বছর আন্তর্জাতিক ক্রিকেটে খুবই ব্যস্ত সময় পার করবে টাইগাররা।

আইসিসির ফিউচার ট্যুর প্রোগ্রামের (এফটিপি) বাইরে আরো অনেকগুলো দ্বিপাক্ষিক সিরিজ আয়োজন করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। যেখানে দেখা যাচ্ছে, আসছে বছর সব মিলিয়ে অন্তত ৬১ টি ম্যাচ খেলবে বাংলাদেশ।


এফটিপি অনুযায়ী আগামী বছরে অন্তত ২১টি ওয়ানডে, ২৫টি টি-২০ ও ১১ টি টেস্ট খেলবে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। এর বাইরে টি-২০ বিশ্বকাপে খেলবে কমপক্ষে চারটি ম্যাচ।


টাইগারদের নতুন বছর শুরু হবে নিউজিল্যান্ড সিরিজ দিয়ে। এরই মধ্যেই কিউইদের দেশে পৌঁছেছে মুমিনুল হকের দল। সফরে জানুয়ারী প্রথম দুই সপ্তাহে দুই ম্যাচের টেস্ট সিরিজ অনুষ্ঠিত হবে।


একই মাসের ২০ তারিখের পর শুরু হবে ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে বড় আসর বিপিএল। বিপিএল শেষ না হতেই বাংলাদেশে পা রাখবে আফগানিস্তান। সফরে তিন ম্যাচের ওয়ানডে ও দুইটি টি-২০ খেলবে আফগানরা।


এই সিরিজ শেষ করেই দক্ষিণ আফ্রিকায় রওনা হবে বাংলাদেশ দল। যেখানে টাইগাররা খেলবে ২ টেস্ট ও ৩ ওয়ানডে। এরপর আবারো দেশে ফিরে আসবে টাইগাররা। এপ্রিলে ২টি টেস্ট ম্যাচ খেলতে বাংলাদেশ সফর করবে শ্রীলংকা দল।


পরের মাসেই আয়ারল্যান্ড সফর করবে বাংলাদেশ, যেখানে ৩টি ওয়ানডে খেলবে লাল সবুজের প্রতিনিধিরা। এই সফর শেষে টাইগাররা যাবে ওয়েস্ট ইন্ডিজে। সেখানে খেলবে ২ টেস্ট, ৩ ওয়ানডে এবং ৩ টি-২০। সমান সংখ্যক ম্যাচ খেলতে জুলাই-আগস্টে জিম্বাবুয়ে সফর করবেন ক্রিকেটাররা।


এরপর সেপ্টেম্বর অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে এবারের এশিয়া কাপ। টি-২০ ফরম্যাটে এই আসর অনুষ্ঠিত হবে শ্রীলঙ্কায়। সেখান থেকে দেশে ফিরে আয়ারল্যান্ডের বিপক্ষে ১ টেস্ট, ৩ ওয়ানডে, ৩ টি-২০ খেলবে বাংলাদেশ।


অক্টোবর-নভেম্বরে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত হতে যাওয়া টি-২০ বিশ্বকাপে অংশ নেবে বাংলাদেশ। এবারের বিশ্বকাপে সরাসরি মূল পর্বে খেলবে মাহমুদউল্লাহ রিয়াদের দল। যেখানে কমপক্ষে চারটি ম্যাচ খেলার সুযোগ পাওয়া যাবে।


টাইগারদের বছরটা শেষ হবে ভারতের বিপক্ষে সিরিজ দিয়ে। নভেম্বর-ডিসেম্বরে ভারত আসবে বাংলাদেশে। সফরে টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হিসেবে ২ টি টেস্ট ও ওয়ানডে সুপার লিগের অংশ হিসেবে ৩ ওয়ানডে খেলবে তারা।


২০২২ সালে বাংলাদেশের যত সিরিজ ও তার সূচি:


জানুয়ারী ২০২২

বাংলাদেশের নিউজিল্যান্ড সফর

ম্যাচ: ২ টেস্ট

ভেন্যু: নিউজিল্যান্ড


ফেব্রুয়ারী-মার্চ ২০২২

আফগানিস্তানের বাংলাদেশ সফর

ম্যাচ: ৩টি ওয়ানডে, ২টি টি-২০

ভেন্যু: বাংলাদেশ


মার্চ-এপ্রিল ২০২২

বাংলাদেশের দক্ষিণ আফ্রিকা সফর

ম্যাচ: ৩টি ওয়ানডে এবং ২টি টেস্ট

ভেন্যু: দক্ষিণ আফ্রিকা


এপ্রিল ২০২২

শ্রীলঙ্কার বাংলাদেশ সফর

ম্যাচ: ২ টি টেস্ট

ভেন্যু: বাংলাদেশ


মে ২০২২

বাংলাদেশের আয়ারল্যান্ড সফর

ম্যাচ: ৩ ওয়ানডে

ভেন্যু: আয়ারল্যান্ড


জুন-জুলাই ২০২২

বাংলাদেশের ওয়েস্ট ইন্ডিজ সফর

ম্যাচ: ২ টেস্ট, ৩ ওয়ানডে এবং ৩ টি-২০

ভেন্যু: ওয়েস্ট ইন্ডিজ


জুলাই-আগস্ট ২০২২

বাংলাদেশের জিম্বাবুয়ে সফর

ম্যাচ: ২ টেস্ট, ৩ ওয়ানডে এবং ৩ টি-২০

ভেন্যু: জিম্বাবুয়ে


সেপ্টেম্বর ২০২২

এশিয়া কাপ

ম্যাচ: ফাইনাল সহ ১৩ টি টি-টোয়েন্টি ম্যাচ

ভেন্যু: শ্রীলঙ্কা।


সেপ্টেম্বর-অক্টোবর ২০২২

আয়ারল্যান্ডের বাংলাদেশ সফর

ম্যাচ: ১ টেস্ট, ৩ ওয়ানডে, ৩ টি-২০

ভেন্যু: বাংলাদেশ


অক্টোবর-নভেম্বর

টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২২

ম্যাচ: ফাইনাল সহ ৪৫টি ম্যাচ

ভেন্যু: অস্ট্রেলিয়া


নভেম্বর-ডিসেম্বর ২০২২

ভারতের বাংলাদেশ সফর

ম্যাচ: ২ টেস্ট ও ৩ ওয়ানডে

ভেন্যু: বাংলাদেশ