চূড়ান্ত হলো বিপিএলের ছয় ফ্রাঞ্চাইজি

ক্রিকেট দুনিয়া December 13, 2021 833
চূড়ান্ত হলো বিপিএলের ছয় ফ্রাঞ্চাইজি

আগামী বছরের ২০ জানুয়ারি থেকে শুরু হতে যাচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের অষ্টম আসর। আসন্ন এই টুর্নামেন্টকে সামনে রেখে দল কেনার জন্য আটটি ফ্রাঞ্চাইজি আগ্রহ প্রকাশ করলেও শেষ পর্যন্ত চূড়ান্ত হয়েছে মোট ছয়টি ফ্রাঞ্চাইজি। সম্প্রতি এমন তথ্যই দিয়েছে ক্রিকেটভিত্তিক জনপ্রিয় ওয়েবসাইট ক্রিকবাজ।


বিসিবি কর্তৃক আগেই জানা গিয়েছিলো যে, আসন্ন আসরে তিনটি পুরনো প্রতিষ্ঠানের সঙ্গে তিনটি নতুন প্রতষ্ঠান যুক্ত করা হবে। নতুন তিন প্রতিষ্ঠান হলো- রুপা ও মার্ন গ্রুপ (ঢাকা বিভাগ), প্রগতি গ্রুপ (সিলেট বিভাগ) ও মাইন্ড ট্রি (খুলনা বিভাগ)। আর আগের তিন প্রতিষ্ঠান হলো ফরচুন গ্রুপ বরিশাল বিভাগ, আকতার গ্রুপ চট্টগ্রাম বিভাগ এবং লোটাস গ্রুপ কুমিল্লা বিভাগ।


অবশ্য লোটাস গ্রুপের কুমিল্লা ভিক্টোরিয়ান্স প্রায় তিন বছর পর বিপিএলে ফিরছে। বিশ্বের নামী ক্রিকেটারদের দলে এনে বিপিএলকে ভিন্ন মাত্রা দিয়েছে তারা। সবশেষ ২০১৯ বিপিএলে চ্যাম্পিয়ন হয়েছিল কুমিল্লা। এরপর আরো দুটি আসর মাঠে গড়িয়েছে। কিন্তু তারা অংশ নেয়নি।


এর আগের আসরে প্রতিটি দল চারজন করে বিদেশী খেলোয়াড় খেলানোর সুযোগ পেলেও এবার তা হচ্ছে না। প্রতিটি দল এবার তিন জন বিদেশী খেলোয়াড় খেলানোর সুযোগ পাবে। মূলত দেশীয় ক্রিকেটারদের প্রাধান্য দিতেই মূলত এই সিদ্ধান্ত নিয়েছিল বিসিবি। একই সঙ্গে বাড়ছে দেশী ক্রিকেটারদের পারিশ্রমিকও।


নিজেদের দল গুছানোর কাজটাও বেশ এগিয়ে রেখেছে চট্টগ্রাম চেলেঞ্জার্স। আখতার গ্রুপের স্বত্বাধিকারী দলটি কোচ হিসেবে নিয়োগ দিচ্ছে পল নিক্সনকে। আর পরামর্শক থাকবেন শোয়েব আখতার ও শন টেইটের মত তারকারা। ভারতের সাবেক স্পিনার হরভজন সিংয়ের সাথেও আলোচনা করে রেখেছে তারা এমনটা জানা গেছে।


চট্টগ্রামের মতো কোচ হিসেবে খালেদ মাহমুদ সুজনকে নিয়োগ দিয়েছে বরিশাল অঞ্চলের প্রতিনিধিত্বকারী দলটি। নতুন তারকা ক্রিকেটারদের দলে নিয়ে চমক দেয়ার অপেক্ষায় রয়েছে তারাও। এদিকে কুমিল্লা ভিক্টোরিয়ান্স নাকি ফাফ ডু প্লেসিস এবং মঈন আলিদের সঙ্গে কথা বলে রেখেছে।


(ঢাকাটাইমস/১৩ডিসেম্বর/এমএম)