বিশাল জয়ে গ্রুপ পর্ব শেষ করল বাংলা টাইগার্স

ক্রিকেট দুনিয়া December 3, 2021 696
বিশাল জয়ে গ্রুপ পর্ব শেষ করল বাংলা টাইগার্স

নিজেদের বোলিং ইউনিট নিয়ে তৃপ্তির ঢেকুর তুলতেই পারে বাংলা টাইগার্স। আবু ধাবি টি-টেন লিগে বাংলাদেশি মালিকানাধীন দলটি আরও এক জয় তুলে নিয়েছে বোলারদের কৃতিত্বে। বৃহস্পতিবার নর্দার্ন ওয়ারিয়র্সের বিপক্ষে ৩০ রানের জয় পেয়েছে তারা।

ডিফেন্ডিং চ্যাম্পিয়ন নর্দার্ন ওয়ারিয়র্সের বিপক্ষে জয় পাবার ম্যাচে স্কোরবোর্ডে ১১৯ রান জমা করেছিল বাংলা টাইগার্স। জবাব দিতে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে পেরে ওঠেনি নর্দার্ন ওয়ারিয়র্স।


বল হাতে বাহাতি স্পিনার টম হার্টলি ছিলেন দাপুটে। ১০ ওভারি খেলায় কোটার ২ ওভারে মাত্র ১২ রান খরচে ২ উইকেট নিয়েছেন তিনি। যদিও জয়ের ভীত গড়ে দেন আফগান ওপেনার হযরতউল্লাহ জাজাই ও বাংলা টাইগার্স অধিনায়ক ফাফ ডু প্লেসিস। ২য় উইকেট জুটিতে এই দুইজন তোলেন ৯৬ রান।


১২০ রানের লক্ষ্যে খেলতে নামা নর্দার্ন ওয়ারিয়র্স ১ম ওভারেই ধাক্কা খায়। কেমার লুইসকে প্রথম ওভারেই ফেরান টম হার্টলি। পরবর্তী ওভারেই জেমস ফকনার মইন আলিকে সাজঘরের পথ দেখালে খাদে পড়ে যায় নর্দার্ন।


সামিত প্যাটেল ও রবম্যান পাওয়েল মিলে চেষ্টা চালিয়েছেন বটে, তবে বাংলা টাইগার্সের কোয়ালিটি বোলিংয়ের সামনে ঠিক পেরে ওঠেননি। ৫ ওভারে ৩ উইকেট হারিয়ে কেবল ৩১ রান তুলতে পারে নর্দার্ন ওয়ারিয়র্স। ৭ম ওভারে সামিত প্যাটেল রান আউট হলে নর্দার্নের আশার শেষ প্রদীপও নিভে যায়।


শেষদিকে উমাইর আলির ১৬ বলে ৩৯ রানের ইনিংস কেবল ব্যবধানই কমাতে পেরেছে।


আগে ব্যাট করা বাংলা টাইগার্সের শুরুটাও ঠিক সুখকর হয়নি। ৩য় ওভারেই ফিরে যান জনসন চার্লস। তবে নিজেকে প্রমোশন দিয়ে এদিন তিনে নামেন ফাফ ডু প্লেসিস। জাজাইয়ের সঙ্গে গড়েন দারুণ এক জুটি।


১ম ৫ ওভারে কেবল ৪২ রান তুলতে পারে বাংলা টাইগার্স। ৭ম ওভার থেকে অ্যাক্সেলারেশনে মন দেন ব্যাটসম্যানরা। শেষ ওভারে যেয়ে ফিফটি পুর্ণ করেন হযরতউল্লাহ জাজাই, ৩৮ রান করে অপরাজিত থাকেন ডু প্লেসিস।


আজ এলিমিনেটরে টিম আবু ধাবির মুখোমুখি হবে বাংলা টাইগার্স, অন্যদিকে প্লে অফে জায়গা হয়নি নর্দার্ন ওয়ারিয়র্সের।