২০২২ বিপিএলেও সর্বোচ্চ পারিশ্রমিক বিদেশীদের, একাদশে থাকবেন ৩ জন

ক্রিকেট দুনিয়া December 2, 2021 4,523
২০২২ বিপিএলেও সর্বোচ্চ পারিশ্রমিক বিদেশীদের, একাদশে থাকবেন ৩ জন

বিপিএলের আসন্ন আসরের তোড়জোড় ভালোভাবেই শুরু করেছে বিসিবি। ইতোমধ্যে ফ্র্যাঞ্চাইজি মালিকানা স্বত্ব কিনতে দরপত্র আহ্বান করেছে দেশের ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা। এবার ৬ টি ফ্র্যাঞ্চাইজি নিয়ে গড়াবে বিপিএল। তবে স্থানীয়দের সুযোগ দিতে এবারের বিপিএলে একাদশে রাখা যাবে সর্বোচ্চ ৩ জন বিদেশী ক্রিকেটার। পারিশ্রমিক হিসেবে দেশী ক্রিকেটাররা পাবেন সর্বোচ্চ ৫০ লাখ, বিদেশী ক্রিকেটাররা প্রায় ৬৫ লাখ টাকা।

এবারের টুর্নামেন্টে ম্যাচ অনুষ্ঠিত হবে ৩৪ টি। টুর্নামেন্ট শুরুর সম্ভাব্য তারিখ ২০ জানুয়ারি, শেষ হবে ২০ ফেব্রুয়ারি। ঢাকা, চট্টগ্রাম ও সিলেট এই তিন ভেন্যুতে গড়াবে পুরো টুর্নামেন্ট।


প্রতিটি ফ্র্যাঞ্চাইজিকে ফি হিসেবে বিসিবিকে প্রদান করতে হবে ৫ কোটি টাকা। যেখানে ১ কোটি টাকা সরাসরি ফ্র্যাঞ্চাইজি ফি এবং বাকি ৪ কোটি টাকা ফ্র্যাঞ্চাইজির অধীনে খেলোয়াড়দের পারিশ্রমিক।


মোট ৬ ক্যাটাগরিতে দেশীয় ক্রিকেটার এবং ৫ ক্যাটাগরিতে বিদেশী ক্রিকেটার কিনতে পারবে ফ্র্যাঞ্চাইজিগুলো। দেশী সব ক্রিকেতারকেই কিনতে হবে ড্রাফট থেকে।


প্রতিটি ফ্র্যাঞ্চাইজি অন্তত ৩ জন ও সর্বোচ্চ ৮ জন বিদেশী খেলোয়াড় দলে ভেড়াতে পারবে। যাদের মাঝে সর্বোচ্চ ৩জনকে ড্রাফটের বাইরে থেকে কেনা যাবে এবং ৫ জন বিদেশী ক্রিকেটারকে কেনা যাবে ড্রাফট থেকে। তবে একাদশে সর্বনিম্ন ও সর্বোচ্চ ৩ জন বিদেশীকেই জায়গা দিতে পারবে দলগুলো। অন্যদিকে দলগুলো অন্তত ১০ জন এবং সর্বোচ্চ ১৪ জন স্থানীয় ক্রিকেটারকে দলে অন্তর্ভূক্ত করতে পারবে।


এ প্লাস ক্যাটাগরিতে একজন দেশী ও একজন বিদেশীকে দলে নেওয়া যাবে। দেশী এ প্লাস ক্যাটাগরির ক্রিকেটারের পারিশ্রমিক ৫০ লাখ টাকা এবং বিদেশী এ প্লাস ক্যাটাগরির ক্রিকেটার পাবেন ৬৪ লাখ ৫০ হাজার টাকা অর্থাৎ ৭৫ হাজার মার্কিন ডলার।


এ ক্যাটাগরি থেকেও সর্বোচ্চ একজন করে ক্রিকেটার অন্তর্ভূক্ত করতে পারবে দলগুলো। যেখানে স্থানীয় এ ক্যাটাগরির ক্রিকেটার পাবেন ২৫ লাখ টাকা। বিদেশী এ ক্যাটাগরির ক্রিকেটার ৫০ হাজার মার্কিন ডলার বা ৪৩ লাখ টাকা।


এভাবে ক্রমানুসারে কমতে থাকবে পারিশ্রমিক। দেশীদের ক্ষেত্রে সর্বনিম্ন ই ক্যাটাগরির ক্রিকেটার পাবেন ৫ লাখ টাকা, বিদেশীদের ক্ষেত্রে সর্বনিম্ন ডি ক্যাটাগরি ২০ হাজার ডলার বা ১৭ লাখ ২০ হাজার টাকা।


এবার হেড কোচদের জন্য পারিশ্রমিক নির্ধারণ করা হয়েছে ১০ লাখ টাকা। ফ্র্যাঞ্চাইজিগুলোর সর্বনিম্ন পারিশ্রমিক টিম বয়ের। যাদের পারিশ্রমিক ৩০ হাজার টাকা করে।


উপরে উল্লেখিত নির্দেশিকা ফ্র্যাঞ্চাইজি কিনতে আগ্রহীদের জন্য খসড়া হিসেবে তৈরি করেছে বিসিবি। আগামী ৫ ডিসেম্বর পর্যন্ত দরপত্র জমা দিবে আগ্রহীরা। এরপরই জানা যাবে শেষ পর্যন্ত কোন ৬ ফ্র্যাঞ্চাইজি নিয়ে মাঠে গড়াচ্ছে বিপিএলের ৮ম আসর।