ক্যারিয়ারের প্রথম টেস্ট সেঞ্চুরির দেখা পেলেন লিটন দাস

ক্রিকেট দুনিয়া November 26, 2021 949
ক্যারিয়ারের প্রথম টেস্ট সেঞ্চুরির দেখা পেলেন লিটন দাস

টেস্ট অভিষেকের ছয় বছর পেরিয়ে গেলেও কখনো ব্যাটটা পুরোপুরি তুলে ধরা হয়নি। আক্ষেপে ইতি টানলেন লিটন দাস। পাকিস্তানের বিপক্ষে ১৯৯ বলে পেলেন ক্যারিয়ারের প্রথম টেস্ট সেঞ্চুরির দেখা।


এমন অর্জন এমন সময়ে আসলো, যখন সমালোচনার তীরে বিদ্ধ এই ক্রিকেটার। ক'দিন আগেই টি-টোয়েন্টি দল থেকে বাদ পড়েছিলেন। সাদা পোশাকে সেই উত্তরটা দিলেন। ৬৭ রানে পাওয়া জীবনের সর্বোচ্চ ব্যবহার করে কেবল সেঞ্চুরিই করেননি, ৪৯ রানে ৪ উইকেট হারানো বাংলাদেশকে খাদের কিনারা থেকেও তুলে এনেছেন।


চলতি বছরটা দুর্দান্ত কাটছে লিটনের। এই বছরে টেস্ট ক্রিকেটে উইকেটরক্ষক ব্যাটারদের মধ্যে তার গড়টাই সর্বোচ্চ। সেই সফলতার ধারাবাহিকতায় এবার এলো ক্যারিয়ারের প্রথম টেস্ট শতক। অন্যপ্রান্তে মুশফিকুর রহিম রয়েছেন ৭৭ রানে অপরাজিত। দুজনের রানের জুটিতে বাংলাদেশের সংগ্রহ ৪ উইকেটে ২৩৮ রান।


সূত্রঃ চ্যানেল২৪