ম্যাচের এক দিন আগেই ১২ সদস্যের দল ঘোষণা করলো পাকিস্তান

ক্রিকেট দুনিয়া November 25, 2021 941
ম্যাচের এক দিন আগেই ১২ সদস্যের দল ঘোষণা করলো পাকিস্তান

ম্যাচের এক দিন আগেই চট্টগ্রাম টেস্টের জন্য পাকিস্তান ১২ সদস্যের দল ঘোষণা করেছে। আগামী ২৬ নভেম্বর থেকে শুরু হবে স্বাগতিক বাংলাদেশ ও সফরকারী পাকিস্তানের মধ্যকার দুই ম্যাচ টেস্ট সিরিজ। আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্গত সিরিজের প্রথম ম্যাচের ভেন্যু চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম।


এই ম্যাচে শক্তিশালী স্কোয়াড নিয়েই মাঠে নামবে পাকিস্তান। অধিনায়ক বাবর আজম ও সহ-অধিনায়ক মোহাম্মদ রিজওয়ান ছাড়াও আছেন আবিদ আলী, আজহার আলী, ফাওয়াদ আলমের মত পরীক্ষিত ও অভিজ্ঞ ব্যাটাররা।


বোলিং ইউনিটেও আছে অভিজ্ঞদের উপস্থিতি। শাহীন শাহ আফ্রিদি, হাসান আলীদের সাথে ১২ খেলোয়াড়ের তালিকায় আছে নোমান আলীর নাম। তবে তরুণ পেসার নাসিম শাহ এই দলে জায়গা পাননি।


• একনজরে পাকিস্তানের ১২ সদস্যের দল


বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান (সহ-অধিনায়ক ও উইকেটরক্ষক), আব্দুল্লাহ শফিক, আবিদ আলী, আজহার আলী, ফাহিম আশরাফ, ফাওয়াদ আলম, হাসান আলী, ইমাম উল হক, নোমান আলী, সাজিদ খান ও শাহীন শাহ আফ্রিদি।


সূত্রঃ বিডিক্রিকটাইম