টি-টোয়েন্টি র‌্যাঙ্কিংয়ে আফিফ-মেহেদীর উন্নতি

ক্রিকেট দুনিয়া November 24, 2021 2,771
টি-টোয়েন্টি র‌্যাঙ্কিংয়ে আফিফ-মেহেদীর উন্নতি

নতুন টি-টোয়েন্টি র‌্যাঙ্কিং প্রকাশ করেছে আইসিসি। নতুন প্রকাশিত র‌্যাঙ্কিংয়ে ব্যাটারদের তালিকায় উন্নতি করেছেন আফিফ হোসেন ধ্রুব ও শেখ মেহেদী হাসান। তবে অবনতি হয়েছে ওপেনার নাইম শেখ ও অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদের।


ওপেনার মোহাম্মদ নাঈম তিন ধাপ নিচে নেমেছেন, ২৩ নম্বরে এখন তিনি। অধিনায়ক মাহমুদউল্লাহ এক ধাপ নেমে ৩০তম। উল্লেখযোগ্য পারফরম্যান্স না করলেও উন্নতি হয়েছে আফিফ (২৯ ধাপ এগিয়ে ৮৫ নম্বর) ও মেহেদীর (৪৬ ধাপ এগিয়ে ২৫৫ নম্বর)।


শুধু ব্যাটিং নয় বোলিং র‌্যাঙ্কিংয়েও মেহেদী এগিয়েছেন ছয় ধাপ। ১৮ পজিশন থেকে এখন তিনি ১২তম বোলার। বাংলাদেশের মধ্যে তিনিই এখন সেরা বোলার। তার পরে আছেন সাকিব ২০ ও মোস্তাফিজ ২১ নম্বরে।


সূত্রঃ আমাদের সময়