করোনাভাইরাসের কারণে আইপিএলের সবশেষ দুই আসরের কোনোটিই পুরোপুরি ভারতে হয়নি। তবে ২০২২ সালের আইপিএল সম্পূর্ণটাই নিজ দেশের করার পরিকল্পনা ভারতীয় ক্রিকেট বোর্ডের। সূচি এখনও চূড়ান্ত হয়নি। তবে এরই মধ্যে অংশগ্রহণকারী দলগুলোকে জানানো হয়েছে, আগামী ২ এপ্রিল থেকে শুরু হবে আইপিএল।
গত কয়েক আসরের মতো ৮ দল এবং ৬০ ম্যাচের পরিবর্তে, আসন্ন আইপিএল হবে ১০ দল ও ৭৪ ম্যাচের। যা এবার শুরু হবে চেন্নাই থেকে। ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) অভ্যন্তরীণ আলোচনা করে দেখেছে, দুই মাসেরও চলবে ২০২২ সালের আইপিএল।
সেক্ষেত্রে জুনের প্রথম সপ্তাহে শেষ হতে পারে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের সবচেয়ে জমজমাট এই আসরটি। সেই অনুযায়ী আগামী ৪ বা ৫ জুন ফাইনাল হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে দল বাড়লেও প্রতিটি দল ১৪ ম্যাচ ও সাত ভেন্যুর হোম-অ্যাওয়ের বর্তমান পদ্ধতিতেই খেলবে।
চেন্নাই যেহেতু বর্তমান চ্যাম্পিয়ন, তাই প্রথম ম্যাচের জন্য চিপক অবশ্যই তালিকার শীর্ষে। তবে এখনও এ বিষয়ে আনুষ্ঠানিক সিদ্ধান্ত আসেনি। উদ্বোধনী ম্যাচের প্রতিপক্ষ মুম্বাই ইন্ডিয়ানসের পছন্দ অনুযায়ী অন্য কোনো ভেন্যুতেও খেলা হতে পারে।
সূত্রঃ স্পোর্টসজোন২৪