নিউজিল্যান্ড সফরেও খেলা হচ্ছেনা তামিমের!

ক্রিকেট দুনিয়া November 23, 2021 956
নিউজিল্যান্ড সফরেও খেলা হচ্ছেনা তামিমের!

তামিমের মাঠে ফেরার অপেক্ষা বাড়ছে আরও। নেপালের এভারেস্ট প্রিমিয়ার লিগ (ইপিএল) খেলতে গিয়ে বাঁহাতের বৃদ্ধাঙ্গুলিতে চোট পান। যা সেরে উঠতে লাগছে সময়, দিন কয়েক আগে গিয়েছেন ইংল্যান্ডে। সেখানকার চিকিৎসকই দিয়েছেন আরও এক মাসের বিশ্রাম। ফলে আসন্ন নিউজিল্যান্ড সফরও মিস করতে যাচ্ছেন অনেকটা নিশ্চিত।


কোনো সার্জারি লাগছেনা অন্তত এটাই হয়তো বড় স্বস্তির বিষয়। তার চোটের যে ধরণ তা বিশ্রামেই ঠিক হবে বলে মতামত দিয়েছেন ইংল্যান্ডের চিকিৎসক। তামিমের চোটের সর্বশেষ তথ্য জানিয়ে বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীস চৌধুরী বলেন, ‘তামিমকে ইংল্যান্ডের যে চিকিৎসক দেখেছেন, দেখে তিনি উনার মতামত দিয়েছেন।


এক মাসের বিশ্রাম দিয়েছেন। তার কোনো সার্জারি লাগছে না। এটা কনসারভেটিভ ম্যানেজমেন্টে সারবে। তবে সময় লাগবে। এটা বিশ্রামেই ঠিক হবে।’


সূত্রঃ স্পোর্টসজোন২৪