বিপিএলের নতুন ফ্র্যাঞ্চাইজির জন্য দরপত্র আহ্বান করলো বিসিবি

ক্রিকেট দুনিয়া November 22, 2021 1,388
বিপিএলের নতুন ফ্র্যাঞ্চাইজির জন্য দরপত্র আহ্বান করলো বিসিবি

বিপিএলের আগামী আসর মাঠে গড়ানোর কথা রয়েছে ২০২২ সালের জানুয়ারিতে। আসন্ন এই আসরের জন্য নতুন ছয় ফ্র্যাঞ্চাইজির জন্য দরপত্র আহ্বান করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।


বিসিবির অফিসিয়াল সাইটে এই বিষয়ে একটি বিজ্ঞপ্তি দিয়েছে তারা। সেই বিজ্ঞপ্তি অনুযায়ী এবারের আসরটিও হতে চলেছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষ্যে বিশেষ আয়োজনে।


করোনা পরিস্থিতির কারণে গত বছর বিপিএল আয়োজন সম্ভব হয়নি। যদিও ৫ দলের অংশগ্রহণে ছোট পরিসরে আয়োজন করা হয়েছিল বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ।


বিসিবির ভবিষ্যৎ সূচি অনুযায়ী এবারের বিপিএল হওয়ার কথা রয়েছে ২০ জানুয়ারি থেকে এবং ফাইনাল হওয়ার কথা রয়েছে ২০ ফেব্রুয়ারির মধ্যে।


সূত্রঃ ক্রিকফ্রেন্জি