টসে জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ, দেখে নিন দুদলের একাদশ

ক্রিকেট দুনিয়া November 22, 2021 680
টসে জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ, দেখে নিন দুদলের একাদশ

মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। আগে ব্যাট করে অন্তত ১৪০ রান করার আশা করছেন বাংলাদেশ অধিনায়ক।


বাংলাদেশ একাদশ থেকে বাদ পড়েছেন মোহাম্মদ সাইফ হাসান ও মুস্তাফিজুর রহমান। পাকিস্তানের পক্ষে আজ খেলছেন না শোয়েব মালিক।


সকালেই পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) এক বিজ্ঞপ্তিতে মালিকের বাংলাদেশ ত্যাগের সংবাদ নিশ্চিত করেছিল। একমাত্র ছেলের অসুস্থতার কারণে সিরিজ শেষ না করেই দুবাই ফিরে যেতে হয়েছে মালিককে।


বাংলাদেশের একাদশ : নাঈম শেখ, নাজমুল হোসেন শান্ত, মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), আফিফ হোসেন ধ্রুব, নুরুল হাসান সোহান (উইকেটরক্ষক), শেখ মেহেদী হাসান, আমিনুল ইসলাম বিপ্লব, শহিদুল ইসলাম, শরিফুল ইসলাম, ও তাসকিন আহমেদ।


পাকিস্তান একাদশ : বাবর আজম (অধিনায়ক), শাদাব খান (সহ-অধিনায়ক), ফখর জামান, হায়দার আলি, খুশদিল শাহ, মোহাম্মদ নাওয়াজ, মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), হাসান আলি, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, হারিস রউফ।


সূত্রঃ বিডিক্রিকটাইম