টেস্ট সিরিজ খেলতে ঢাকায় পৌছেছে ১৪ পাকিস্তানি ক্রিকেটার

ক্রিকেট দুনিয়া November 21, 2021 1,482
টেস্ট সিরিজ খেলতে ঢাকায় পৌছেছে ১৪ পাকিস্তানি ক্রিকেটার

টি-টোয়েন্টি সিরিজের আগেই পাকিস্তান তাদের টেস্ট দল ঘোষণা করেছিলো। তারই অংশ হিসেবে টেস্ট সিরিজ খেলতে বাংলাদেশে এসে পৌঁছেছে পাকিস্তানের ১৪ ক্রিকেটার। শনিবার পাকিস্তান থেকে বাংলাদেশের উদ্দেশ্যে রওয়ানা হয়েছিল পাকিস্তানের টেস্ট ক্রিকেটাররা।


মাঝে দুবাইতে ছিল যাত্রা বিরতি শেষে এমিরেটস এয়ারলাইন্সে করে আজ (রোববার) বিকেল চারটা ৫৫ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেছে পাকিস্তানের টেস্ট ক্রিকেটাররা।


২২ নভেম্বর তৃতীয় টি-টোয়েন্টি খেলে নিজ দেশে ফিরে যাবেন পাকিস্তানের টি-টোয়েন্টি ক্রিকেটাররা। তবে সেখান থেকে টেস্ট খেলতে থেকে যাবেন অধিনায়ক বাবর আজম, সহ-অধিনায়ক মোহাম্মদ রিজওয়ান, স্পিন অলরাউন্ডার মোহাম্মদ নওয়াজ, দুই পেসার হাসান আলী ও শাহিন শাহ আফ্রিদি।


তৃতীয় টি-টোয়েন্টি খেলার পর চট্টগ্রামে চলে যাবে পাকিস্তানের টেস্ট দল। ২৬ নভেম্বর চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শুরু হবে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট। দ্বিতীয়টি মিরপুরে শুরু হবে ৪ ডিসেম্বর।


উল্লেখ্য, তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথমটিতে পাকিস্তান ১৯ নভেম্বর জয় পায় ৪ উইকেটে। ২০ নভেম্বর দ্বিতীয় ম্যাচে জয় পায় ৮ উইকেটে।


পাকিস্তান টেস্ট দল

বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান, আবদুল্লাহ শফিক, আবিদ আলি, আজহার আলি, বিলাল আসিফ, ফাহিম আশরাফ, ফওয়াদ আলম, হাসান আলি, ইমাম-উল হক, কামরান গুলাম, মোহাম্মদ আব্বাস, মোহাম্মদ নওয়াজ, নাসিম শাহ, নুমান আলি, সাজিদ খান, সরফরাজ আহমেদ, সউদ শাকিল, শাহিন শাহ আফ্রিদি এবং জাহিদ মাহমুদ।


সূত্রঃ চ্যানেল ২৪