পাকিস্তানের বিপক্ষে টেস্ট স্কোয়াডে ফিরছেন সাকিব

ক্রিকেট দুনিয়া November 21, 2021 980
পাকিস্তানের বিপক্ষে টেস্ট স্কোয়াডে ফিরছেন সাকিব

আগামী ২২ নভেম্বর পাকিস্তান সিরিজের জন্য টেস্ট স্কোয়াড ঘোষণা করবেন নির্বাচকরা। দুই ম্যাচের গুরুত্বপূর্ণ এই টেস্ট সিরিজে সাকিবের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা নেই বললেই চলে। এর আগে চোটের কারণে সাকিব খেলতে পারেননি টি-টোয়েন্টি সিরিজে।


গত ১৬ নভেম্বর পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের জন্য দল ঘোষণা করেন নির্বাচকরা। সেদিন জানানো হয়, টেস্ট সিরিজের দল ঘোষণা করা হবে ২২ নভেম্বর।


এদিনই, অর্থাৎ ২১ নভেম্বর দিবাগত রাতে সাকিব দেশে ফিরবেন। এতদিন পরিবারের সদস্যদের সাথে যুক্তরাষ্ট্রে অবস্থান করছিলেন তিনি। সাকিব দেশে ফেরার পরই ঘোষণা করা হবে টেস্ট দল।


সাকিবের চোট সেরে যাওয়ায় তাকে নিয়েই টেস্টের পরিকল্পনা করা হয়েছে। সাকিবকে তাই ঢাকায় পা রাখার একদিন পরই ধরতে হবে চট্টগ্রামের বিমান। বাংলাদেশ ও পাকিস্তান দুই দলই একই চার্টার্ড ফ্লাইটে চট্টগ্রামে উড়াল দেবে।


সূত্রঃ বিডিক্রিকটাইম