গেইল ঝড়ে বাংলা টাইগার্সকে হারালো আবুধাবি

ক্রিকেট দুনিয়া November 20, 2021 3,562
গেইল ঝড়ে বাংলা টাইগার্সকে হারালো আবুধাবি

শুরু হয়েছে টি-টেন লিগের পঞ্চম আসর। টুর্নামেন্টের প্রথম দিনেই মাঠে নামে বাংলা টাইগার্স। তবে জয় দিয়ে টুর্নামেন্ট শুরু করতে পারেনি বাংলাদেশের প্রতিনিধিত্বকারী দলটি। আবু ধাবির কাছে প্রথম ম্যাচে ১০ রানে হেরেছে তারা।


শেখ জায়েদ স্টেডিয়ামে টসে জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলা টাইগার্স। টসে হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ১০ ওভারে ৪ উইকেটে ১৪৫ রান সংগ্রহ করে বাংলা আবুধাবি। দলের হয়ে সর্বোচ্চ ২৩ বলে ৫৯ রান করেন পল স্টারলিং। অন্যদিকে ২৩ বলে ৪৯ রানে অপরাজিত থাকেন ক্রিস গেইল।


জবাবে ব্যাট করতে নেমে ৮ উইকেটে ১০৫ রান তুলতে সক্ষম হয় বাংলা টাইগার্স। সর্বোচ্চ ২৪ রান করেন আন্দ্রে ফ্লেচার। অন্যদিকে টিম আবু ধাবির হয়ে দুই ওভার বোলিংয়েই পাঁচ উইকেট নেন ডি লাঙ্গে। ম্যাচ সেরা পুরস্কারও জেতেন তিনিই।


সংক্ষিপ্ত স্কোরঃ

টিম আবু ধাবি ১৪৫/৪ (১০), সল্ট ৭, স্টারলিং ৫৯, লিভিংস্টোন ১৪, গেইল ৪৯*, ওভারটন ৩, ইনগ্রাম ১*; ফকনার ২-০-২৩-১, উদানা ২-০-১৪-১, হাওয়েল ২-০-২০-১


বাংলা টাইগার্স ১০৫/৮ (১০), ফ্লেচার ২৪, প্লেসিস ০, চার্লস ৭, জাজাই ১৮, জ্যাকস ১, হাওয়েল ১৫, ফকনার ০, উড ৯*, উদানা ১৫, কায়েস ১*; ডি লাঙ্গে ২-০-২৩-৫, লিভিংস্টোন ২-০-২৩-১, ওভারটন ২-০-১৯-১, ব্রিগস ১-০-৭-১


ফলাফলঃ টিম আবু ধাবি ৪০ রানে জয়ী

ম্যাচসেরাঃ মার্চেন্ট ডি লাঙ্গে (টিম আবু ধাবি)।


সূত্রঃ স্পোর্টসজোন২৪/ ক্রিকেট৯৭