উইকেটের চরিত্র বুঝতে ভুল হয়েছিলঃ মাহমুদউল্লাহ

ক্রিকেট দুনিয়া November 19, 2021 2,008
উইকেটের চরিত্র বুঝতে ভুল হয়েছিলঃ মাহমুদউল্লাহ

পাকিস্তানের বিপক্ষে আজকের প্রথম টি-টোয়েন্টিতে মিরপুরের পিচ খুব যে খারাপ আচরণ করেছে তা নয়। শেষের দিকে বেশ সহজ হয়ে গিয়েছিল। পাকিস্তানি ব্যাটাররা শট খেলেছেন। কিন্তু বাংলাদেশ অধিনায়ক জানালেন, উইকেটের চরিত্র বুঝতে ভুল হয়েছিল। তিনি ভেবেছিলেন, শুরুতে ব্যাটিং সহায়ক হবে মিরপুরের উইকেট।


৪ উইকেটে হারের পর বাংলাদেশ অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ বলেন, 'যখন টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছিলাম, উইকেট ব্যাটিংয়ের জন্য খুব ভালো মনে হয়েছিল। কিন্তু পরে দেখা গেল, বোলাররাও বেশ সহায়তা পেয়েছে।


এটা কোনো অজুহাত দিচ্ছি না। আমি মনে করি, আমাদের টপ অর্ডারের ব্যাটিংটা খারাপ হয়েছে। আমরা পরের ম্যাচে আরও ভালো পরিকল্পনা নিয়ে ফিরব এবং মাঠে সেই পরিকল্পনা কাজে লাগানোর চেষ্টা করব।'


তিনি আরও বলেন, 'আমাদের স্কোরটা ১৪০ রানের মতো হলে ভালো হতো। কিন্তু আমরা ১২৭ রানের বেশি করতে পারিনি। আমরা ইনিংসের শুরুতেই দুটি উইকেট হারিয়ে চাপে পড়েছিলাম। তবে বোলাররা ভালো করেছে।


ওদের শুরুতে মুস্তাফিজ উইকেট তুলে নিয়েছে। তাসকিন নিয়েছে দুই উইকেট। স্পিনারদের মধ্যে মেহেদি দারুণ বোলিং করেছে। সে ভালো ব্যাটিংও করেছে। আসলে এটা খুব ক্লোজ ম্যাচ ছিল। শেষের দিকে শাদাব এবং নওয়াজের ব্যাটিং পার্থক্য গড়ে দেয়।'


সূত্রঃ কালের কন্ঠ অনলাইন