মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশের অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। বাংলাদেশের পক্ষে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে অভিষেক হয়েছে সাইফ হাসান ও ইয়াসির আলী চৌধুরীর।
প্রায় ৮ মাস পর টি-টোয়েন্টি দলে ফিরেছেন নাজমুল হোসেন শান্ত। পাকিস্তান দল ম্যাচের আগের দিনই ঘোষণা করেছিল ১২ জনের স্কোয়াড। সেখান থেকে বাদ পড়েছেন কেবল একজন।
বাংলাদেশের একাদশ : নাঈম শেখ, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, ইয়াসির আলী চৌধুরী, মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), আফিফ হোসেন ধ্রুব, নুরুল হাসান সোহান (উইকেটরক্ষক), শেখ মেহেদী হাসান, নাসুম আহমেদ, মুস্তাফিজুর রহমান ও তাসকিন আহমেদ।
পাকিস্তান একাদশ : বাবর আজম (অধিনায়ক), শাদাব খান (সহ-অধিনায়ক), ফখর জামান, হায়দার আলি, শোয়েব মালিক, খুশদিল শাহ, মোহাম্মদ নাওয়াজ, মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), হাসান আলি, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, হারিস রউফ, শাহীন শাহ আফ্রিদি।
সূত্রঃ বিডিক্রিকটাইম