পুরাতন ৭ দল নিয়েই বিপিএল আয়োজনে বিসিবি

ক্রিকেট দুনিয়া November 19, 2021 2,120
পুরাতন ৭ দল নিয়েই বিপিএল আয়োজনে বিসিবি

করোনা ভাইরাসের কারণে বন্ধ হয়ে গিয়েছিল বাংলাদেশের জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজিভিত্তিক ক্রিকেট টুর্নামেন্ট বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। যদিও গত বছর দেশীয় ক্রিকেটারদের নিয়ে জমজমাট একটি টি-টোয়েন্টি টুর্নামেন্ট আয়োজন করেছিল বিসিবি।


সেই টুর্নামেন্টের ছিলনা কোন বিদেশি ক্রিকেটার। তবে এবার বিদেশি ক্রিকেটারদের নিয়ে মাঠে গড়াতে যাচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএলের অষ্টম আসর। তবে এবারও ফিরছে না পুরনো ফ্র্যাঞ্চাইজি। জানা গেছে সময় স্বল্পতার কারণে ২০১৯-২০ মৌসুমে বিপিএলে অংশ নেয়া সাত দল নিয়ে এবারও বিপিএল আয়োজন করতে পারে বিসিবি।


২০১৯–২০ মৌসুমে বিপিএলে অংশ নেয়া সাতটি দল হলো খুলনা টাইগার্স, চট্টগ্রাম চ্যালেঞ্জার্স, রাজশাহী রয়্যালস, ঢাকা প্লাটুন, কুমিল্লা ওয়ারিয়র্স, রংপুর রেঞ্জার্স, সিলেট থান্ডার্স।


আগামী বছর নিউজিল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলে আসার পরেই শুরু হতে পারে বিপিএলের অষ্টম। সেক্ষেত্রে আগামী কয়েকদিনের মধ্যেই আসতে পারে চূড়ান্ত সিদ্ধান্ত। আর সেটি হলে আগামী ডিসেম্বরে হতে পারে প্লেয়ার ড্রাফট।


সূত্রঃ বাংলাওয়াশ ক্রিকেট