পাকিস্তানের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশের সম্ভাব্য একাদশ

ক্রিকেট দুনিয়া November 18, 2021 1,686
পাকিস্তানের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশের সম্ভাব্য একাদশ

বিশ্বকাপ বিপর্যয়ের পর এই সিরিজের টি-টোয়েন্টি স্কোয়াড থেকে বাদ পড়েন মুশফিকুর রহিম, লিটন দাস ও সৌম্য সরকার। এই তিনজনই ছিলেন শেষ ম্যাচের একাদশে। তাদের জায়গাগুলো শেষ পর্যন্ত নিতে যাচ্ছেন কারা?


এই কদিন বাংলাদেশ দলের ম্যাচ পরিস্থিতির অনুশীলনে নাঈম শেখের সঙ্গে ওপেন করতে দেখা গিয়েছিল সাইফ হাসানকে। প্রথম টি-টোয়েন্টিতে কি অভিষেক হচ্ছে এই ওপেনারের? নাকি সুযোগ পাবেন ইয়াসির আলি চৌধুরী রাব্বি।


ইয়াসির একাদশে জায়গা পেলেও ওপেনার হিসেবে বিবেচিত হচ্ছেন না। একাদশে থাকলে তিনি খেলবেন মিডল অর্ডারে। সেদিক থেকে নাঈমের সঙ্গী হিসেবে ওপেন করবেন নাজমুল হোসেন শান্ত।


বাংলাদেশের কোচ রাসেল ডমিঙ্গো বরাবরই ডান-বাম সমন্বয়ের ভক্ত। সেই চিন্তা থেকে টি-টোয়েন্টি দলে বাঁহাতি পারভেজ হোসেন ইমনকে না নিয়ে নেওয়া হয় সাইফকে। কিন্তু অনুশীলনে এই তরুণ খুব একটা আলো কাড়তে পারেননি। বৃহস্পতিবার ম্যাচের আগের দিন অনুশীলনে তাকে নেটে পরের দিকে ব্যাট করতে দেখা গেছে।


শেষ পর্যন্ত ইয়াসির বা সাইফের যেকোনো একজনকে দেখা যাবে একাদশে। সাইফ খেললে তিনিই নামবেন ওপেনিংয়ে। শান্তর একাদশে থাকা একরকম নিশ্চিত। সাইফকে খেলালে তিন নম্বরে নামানো হবে শান্তকে। সাইফ না খেললে ওপেন করবেন শান্ত।


মিডল অর্ডারে মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন থাকছেন। ছয় নম্বরে নামবেন কিপার-ব্যাটার নুরুল হাসান সোহান। অফ স্পিনার শেখ মেহেদী হাসানকে রাখা হয়েছে ৭ নম্বরের বিবেচনায়। তবে ম্যাচের পরিস্থিতি বিবেচনায় তার ব্যাটিং পজিশন অদল-বদল হতে পারে।


বোলিং আক্রমণে তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান ও নাসুম আহমেদ থাকছেন। তাদের সঙ্গী হিসেবে শরিফুল ইসলাম নাকি আমিনুল ইসলাম বিপ্লব, এই সিদ্ধান্তে আটকে আছে বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট। উইকেট স্পোর্টিং হলে খেলানো হবে বাঁহাতি পেসার শরিফুলকে। মন্থর ঘরানার উইকেট হলে সুযোগ পাবেন লেগ স্পিনার বিপ্লব।


মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে শুক্রবার দুপুর ২টায় শুরু হবে প্রথম টি-টোয়েন্টি।


বাংলাদেশের সম্ভাব্য একাদশ: নাঈম শেখ, সাইফ হাসান/ইয়াসির আলি, নাজমুল হোসেন শান্ত, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন, নুরুল হাসান সোহান, শেখ মেহেদী হাসান, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম/আমিনুল ইসলাম বিপ্লব।


সূত্রঃ ডেইলি স্টার অনলাইন