ঘরের মাঠে বাংলাদেশ কঠিন প্রতিপক্ষঃ বাবর আজম

ক্রিকেট দুনিয়া November 18, 2021 1,199
ঘরের মাঠে বাংলাদেশ কঠিন প্রতিপক্ষঃ বাবর আজম

এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভে অপরাজিত থেকে সেমিফাইনাল নিশ্চিত করে পাকিস্তান। কিন্তু মুদ্রার উল্টো পিঠে রয়েছে বাংলাদেশ। টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভে কোন ম্যাচেই জয়লাভ করতে পারেনি বাংলাদেশ।


এমন সমীকরণে আগামীকাল মুখোমুখি হচ্ছে বাংলাদেশ এবং পাকিস্তান। তবে এই সিরিজের আগে বাংলাদেশকে শক্ত প্রতিপক্ষ হিসেবে দেখছেন পাকিস্তানের অধিনায়ক বাবর আজম। বিশেষ করে ঘরের মাঠের বাংলাদেশ অনেক শক্ত প্রতিপক্ষ সেটা প্রমাণ কিছুদিন আগে তারা দিয়েছে।


ঘরের মাঠে অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জয়ের আত্মবিশ্বাস থাকছে টাইগারদের পক্ষেই। তাইতো বাংলাদেশকে ঘরের মাঠের সহজ প্রতিপক্ষ মানতে নারাজ বাবর আজম। আজ সংবাদ সম্মেলনে বাংলাদেশ দলকে নিয়ে বাবর আজম বলেন, “বাংলাদেশ ঘরের মাঠে সহজ প্রতিপক্ষ নয়।


তারা নিউ জিল্যান্ড ও অস্ট্রেলিয়ার বিপক্ষে নিকট অতীতে দারুণ পারফরম্যান্স করেছে। তারা কতটা সামর্থ্যবান, সেটা করে দেখিয়েছে।” তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে আগামীকাল মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হচ্ছে দুই দল। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর ২ টায়।


সূত্রঃ বাংলাওয়াশ ক্রিকেট