সর্বশেষ টি-টোয়েন্টি খেলেছেন এ বছর নিউজিল্যান্ডের মাটিতে। শেষ ম্যাচে সুযোগ পেয়েও কাজে লাগাতে ব্যর্থ হন শান্ত। পরবর্তীতে ফর্মে ফিরতে সীমিত ওভারের ফরম্যাট থেকে বাদ দিয়ে ঘরোয়া ক্রিকেটে মনযোগ দিতে বলা হয় তাকে। তবে টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দলের ব্যর্থতার পর পাকিস্তানের সিরিজের জন্য দলে ব্যাপক পরিবর্তন আনা হয়েছে।
মুশফিক, সাকিব, লিটন, সৌম্য না থাকায় শান্তসহ বেশ কয়েকজন ডাক পেয়েছেন। মূলত নাঈম শেখের সঙ্গে ওপেন করতে দেখা যেতে পারে তাকে। ওপেনিং কিংবা তিনে ব্যাট করার ভাবনায় দলে নেওয়া হয়েছে। এই পজিশনগুলো ব্যাট করা ক্রিকেটারদের আগ্রাসী খেলাটাই খেলতে হয়। টি-টোয়েন্টি সিরিজে নিজের আগ্রাসী ধরণেই ব্যাট করতে চান তিনি।
“সাধারণত টি-টোয়েন্টি অবশ্যই রানের খেলা। আমি যখনই ব্যাটিং করি পরিস্থিতি যেমন হোক সবসময় আমার লক্ষ্য থাকে আমি আগ্রাসী থাকব। আমি সবসময় অ্যাটাকিং মুডে থাকার চেষ্টা করি। তারপর অবশ্য বল বাই বল খেলার চেষ্টা করি। অ্যাটাকিং মানে এমন নয় যে আমি প্রতি বল মারতে চাই। এমন কিছু না। তবে আমার চিন্তা-ভাবনা থাকে আমি অ্যাটাকিং মুডে থাকব।”
সূত্রঃ বিডিক্রিকটাইম