কোন ম্যাচ না খেলেই দল থেকে বাদ পড়লেন রুবেল হোসেন

ক্রিকেট দুনিয়া November 16, 2021 683
কোন ম্যাচ না খেলেই দল থেকে বাদ পড়লেন রুবেল হোসেন

সর্বশেষ বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের জার্সি গায়ে এপ্রিলে নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে খেলেছিলেন রুবেল হোসেন। কিন্তু এরপর দলের সাথে জিম্বাবুয়ে সিরিজ ঘরের মাঠে অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ এবং সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে ছিলেন রুবেল হোসেন।


কিন্তু সর্বশেষ ২১টি টি-টোয়েন্টি ম্যাচের মধ্যে কোনো ম্যাচই একাদশে জায়গা পাননি তিনি। দলের সাথে ঘুরে ফিরে শেষ পর্যন্ত জাতীয় দল থেকে বাদই পড়েছেন রুবেল হোসেন। যেমনটা ভাবা হচ্ছিল ঠিক তেমনটিই হয়েছে। টি-টোয়েন্টি বিশ্বকাপে ব্যর্থতার কারণে পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে বাংলাদেশ দলে এসেছে একাধিক পরিবর্তন।


সূত্রঃ বাংলাওয়াশ ক্রিকেট