আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি এককভাবে আয়োজনের জন্য বাংলাদেশ বিড করলেও বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) পেয়েছে ওয়ানডে বিশ্বকাপ আয়োজনের স্বত্ব।
আইসিসির নতুন এফটিপিতে আছে বেশ কয়েকটি বৈশ্বিক আসর। এর মাঝে আছে ‘বাতিলের খাতা’য় চলে যাওয়া চ্যাম্পিয়ন্স ট্রফিও। বিশ্বের বড় দলগুলোর জমজমাট টুর্নামেন্ট চ্যাম্পিয়ন্স ট্রফির আগামী আসরের আয়োজক হতে চেয়েছিল বাংলাদেশ।
তবে বাংলাদেশকে যৌথভাবে ওয়ানডে বিশ্বকাপ আয়োজনের স্বত্ব দেওয়া হয়েছে। ২০৩১ সালে আসন্ন এফটিপির শেষ বৈশ্বিক আসর আইসিসি ওয়ানডে বিশ্বকাপ ভারতের সাথে যৌথভাবে আয়োজন করবে বাংলাদেশ।
এককভাবে চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজন করবে পাকিস্তান। ফাইল ছবি
বাংলাদেশ এককভাবে ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজন করতে চেয়েছিল। বড় চমকের জন্ম দিয়ে তার দায়িত্ব পেয়েছে পাকিস্তান, যারা কিনা মাস দুয়েক আগেও আন্তর্জাতিক ক্রিকেট আয়োজন নিয়ে সংশয়ে পড়েছিল।
• একনজরে আইসিসির বৈশ্বিক আসরগুলোর আয়োজক দেশের তালিকা
আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৪ – ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্র
আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫ – পাকিস্তান
আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬ – ভারত ও শ্রীলঙ্কা
আইসিসি ওয়ানডে বিশ্বকাপ ২০২৭ – দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়া
আইসিসি টি-টোয়েন্তি বিশ্বকাপ ২০২৮ – অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড
আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৯ – ভারত
আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০৩০ – ইংল্যান্ড, আয়ারল্যান্ড ও স্কটল্যান্ড
আইসিসি ওয়ানডে বিশ্বকাপ ২০৩১ – ভারত ও বাংলাদেশ।
সূত্রঃ বিডিক্রিকটাইম