পাকিস্তানের বিপক্ষে টি-২০ দল ঘোষণা, নেই মুশফিক-সৌম্য-লিটন

ক্রিকেট দুনিয়া November 16, 2021 1,331
পাকিস্তানের বিপক্ষে টি-২০ দল ঘোষণা, নেই মুশফিক-সৌম্য-লিটন

পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য ১৬ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয় দলের নির্বাচকরা। দলে জায়গা পেয়েছে চারটি নতুন মুখ। বিশ্বকাপে যারপরনাই ব্যর্থতার কারণে স্কোয়াড থেকে বাদ পড়েছেন অভিজ্ঞ মুশফিকুর রহীম, লিটন দাস এবং সৌম্য সরকার।


প্রথম বারের মত টি-টোয়েন্টিতে ডাক পেয়েছেন সাইফ হাসান, ইয়াসির আলি রাব্বি, শহিদুল ইসলাম এবং আকবর হোসেন। এর মধ্যে সাইফ ও ইয়াসির আলি রাব্বি আগেও জাতীয় দলে ডাক পেয়েছেন। সাইফ টেস্ট খেললেও রাব্বির এখনো অভিষেক হয়নি।


অন্যদিকে পেসার পেসার অলরাউন্ডার শহিদুল ইসলাম এবং বিশ্বকাপ জয়ী অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক আকবর হোসেন একেবারেই নতুন।


পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের টি-টোয়েন্টি স্কোয়াড:


নাইম শেখ, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, ইয়াসির আলী রাব্বি, মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), নুরুল হাসান সোহান (উইকেটরক্ষক), আফিফ হোসেন ধ্রব, শামীম হোসেন পাটোয়ারী, শেখ মেহেদী হাসান, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, নাসুম আহমেদ, আমিনুল ইসলাম বিপ্লব, মোহাম্মদ শহিদুল ইসলাম ও আকবর আলী (উইকেটরক্ষক)।


সূত্রঃ স্পোর্টসজোন২৪