টি-টোয়েন্টি সিরিজের জন্য বাংলাদেশ দল ঘোষণা হবে দ্রুতই। তবে এর আগে মুশফিকুর রহিমকে নিয়ে গুঞ্জন শুরু হয়েছে। অভিজ্ঞ এই ক্রিকেটারকে বিশ্বকাপের সেমিফাইনালে খেলা পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে নাও দেখা যেতে পারে!
টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ মোটেও প্রত্যাশা পূরণ করতে পারেনি। হতাশার বিশ্বকাপ মিশন শেষে দেশে ফিরে বেশ কদিন ধরেই পুরো দমে অনুশীলন করছেন ক্রিকেটাররা।
মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদসহ চার ক্রিকেটার আরব আমিরাত থেকে একটু দেরিতে দেশে ফেরেন। ফেরার পর অনুশীলন শুরু করলেও মুশফিক একটা জায়গায় ব্যতিক্রম।
সোমবার তাকে মিরপুরে আলাদা অনুশীলন করতে দেখা গেছে। লাল বলে অনুশীলনেই তিনি ব্যস্ত থাকছেন। আর এতেই টি-টোয়েন্টি সিরিজে তার না খেলার গুঞ্জন শুরু হয়েছে।
বিসিবির একটি সুত্রও বলছে আপাতত পাকিস্তান সিরিজে মুশফিককে ছাড়াই দল ঘোষণা করবে বিসিবি। দলে থাকবে না আরেক উইকেটরক্ষক লিটন দাসও।
প্রধান উইকেটরক্ষক হিসেবে থাকবেন নুরুল হাসান সোহান। আর তার ব্যাকআপ তথা দ্বিতীয় উইকেটরক্ষক হিসেবে দলে সুযোগ পাবেন অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী পারভেজ হোসাইন ইমন।
সূত্রঃ স্পোর্টসজোন২৪