যে কারনে পতাকা টানিয়ে অনুশীলন করছে পাকিস্তানি ক্রিকেটাররা

ক্রিকেট দুনিয়া November 16, 2021 1,643
যে কারনে পতাকা টানিয়ে অনুশীলন করছে পাকিস্তানি ক্রিকেটাররা

নির্ধারিত সময়ের আগেই বাংলাদেশ সফরে এসেছে পাকিস্তান ক্রিকেট দল। নির্ধারিত সময়ের আগেই এসেছে পাকিস্তানিরা। সেই সাথে আজ অনুশীলনও সেরেছে তারা। তবে বাধ সেধেছে অন্য জায়গায়। অনুশীলন করতে এসে পতাকা নিয়ে মাঠে নামে ক্রিকেটাররা। আর এটা নিয়েই তুমুল শোরগোল পড়ে ক্রিকেটপাড়ায়।


সাধারণত অনুশীলনে কোন দলকেই পতাকা নিতে দেখা যায় না। অনেকে হয়ত ভেবে নিয়েছেন বাংলাদেশ বলেই এমনটা করেছে কিনা। পরে খোঁজ নিয়ে জানতে পারলাম এর পেছনে আসলে তেমন কোন রাজনীতি নাই।


মিসবাহ উল হক হঠাৎ করেই কোচের দায়িত্ব থেকে পদত্যাগ করার পরে নতুন কোচ হিসেবে দায়িত্ব নেন সাকলাইন মোশতাক। দায়িত্ব নিয়েই তিনি বেশ কিছু পরিবর্তন আনেন। তার মধ্যে একটি পরিবর্তন হলো, অনুশীলনে তিনি খেলোয়াড়দের মনে করিয়ে দিতে চাইছেন যে, দেশের হয়ে খেলাটা কত গুরুত্বপূর্ণ।


পতাকা সাথে থাকলে দেশের হয়ে খেলার মর্ম আরও জোড়ালো হয়, তাই তিনি সিদ্ধান্ত নিয়েছেন অনুশীলন স্থানেও পতাকা পোঁতানোর। অর্থাৎ পুরো বিষয়টা খেলোয়াড়দের অনুপ্রাণিত করার জন্যই করেছেন তিনি।


শুধু বাংলাদেশ সফরেই নয়, সংযুক্ত আরব আমিরাতে বিশ্বকাপ চলাকালীন সময়েও এমনটাই করে এসেছে বাবর আজমরা। পতাকা সাথে থাকলে নিজেরা আলাদাভাবে চাঙ্গা থাকেন বলেও জানিয়েছেন তারা।


সূত্রঃ স্পোর্টসজোন২৪