ছেলের অনুরোধে কোচ হিসেবে নিয়োগ পেয়েছে দ্রাবিড়ঃ গাঙ্গুলি

ক্রিকেট দুনিয়া November 15, 2021 2,059
ছেলের অনুরোধে কোচ হিসেবে নিয়োগ পেয়েছে দ্রাবিড়ঃ গাঙ্গুলি

বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলি মজার ছলে জানিয়েছেন, রাহুল দ্রাবিড় ভারতের প্রধান কোচ হিসেবে নিয়োগ পাওয়ার ক্ষেত্রে প্রভাব খাটিয়েছে তার সন্তান।


শারজায় ৪০তম আন্তর্জাতিক বইমেলায় গাঙ্গুলি জানান, তিনি দ্রাবিড়ের ছেলের কাছ থেকে কল পান। কিংবদন্তি এই ক্রিকেটারের ছেলে গাঙ্গুলিকে অনুরোধ করেন, তার বাবা বাড়িতে খুব কঠোর এবং সে চায় তার বাবা বাড়ি থেকে দূরে থাকুক।


‘গড অব দ্য অফসাইড’ খ্যাত গাঙ্গুলি বলেন, ‘আমাকে কল করে দ্রাবিড়ের ছেলে জানায়, তার বাবা তার প্রতি খুব কঠোর এবং সে চায় তার বাবা যেন দূরে থাকে। এরপরই আমি রাহুলকে কল করি এবং বলি, এটাই সময় তোমার জাতীয় দলে যোগ দেওয়ার। ’


শুরুতে অবশ্য ভারতের কোচ হিসেবে দায়িত্ব নিতে চাননি দ্রাবিড় । গাঙ্গুলি হাসির ছলে আরও জানান, এই ঘটনার পর তিনি কল করেন তার দীর্ঘদিনের বন্ধু দ্রাবিড়কে।


চলতি মাসে ভারত জাতীয় ক্রিকেট দলের প্রধান কোচ হিসে দ্রাবিড়কে নিয়োগ দিয়েছে বিসিসিআই। এই ব্যাটিং কিংবদন্তি স্থলাভিষিক্ত হয়েছেন রবী শাস্ত্রীর। নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজকে সামনে রেখে ইতোমধ্যে ভারতের কোচিং স্টাফদের সঙ্গে যোগ দিয়েছেন দ্রাবিড়।


সূত্রঃ দেশ রূপান্তর