পাকিস্তানের বিপক্ষে সিরিজে বিশ্রাম দেওয়া হচ্ছে মুশফিককে!

ক্রিকেট দুনিয়া November 15, 2021 1,258
পাকিস্তানের বিপক্ষে সিরিজে বিশ্রাম দেওয়া হচ্ছে মুশফিককে!

পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের দলে থাকছেন না মুশফিকুর রহিম। এমন গুঞ্জন আরও ডালপালা মেলছে তার দলীয় অনুশীলনে না থাকায়। এ ব্যাপারে মুখ খোলেননি নির্বাচক ও টিম ম্যানেজমেন্টের কেউ। এদিকে তামিম শুধু টি-টোয়েন্টি নয়, ছিটকে গেছেন টেস্ট সিরিজ থেকেও।


২০ ওভারের ফরম্যাটে বাজে সময় পার করতে থাকা মুশফিককে নাও দেখা যেতে পারে টি-টোয়েন্টি সিরিজে। বিসিবি সূত্রে জানা গেছে, বিশ্রাম পেতে পারেন অভিজ্ঞ এ ব্যাটসম্যান। রোববার দলের বাকিরা একসঙ্গে অনুশীলন করলেও একা অনুশীলন করেন মুশফিক। অন্যরা মাঠে প্রবেশের আগে তিনি অনুশীলন শেষ করে চলে যান।


সূত্রঃ চ্যানেল২৪বিডি