জাতীয় দল থেকে সরিয়ে নারী দলের দায়িত্বে ডমিঙ্গো!

ক্রিকেট দুনিয়া November 14, 2021 5,103
জাতীয় দল থেকে সরিয়ে নারী দলের দায়িত্বে ডমিঙ্গো!

বিশ্বকাপে ব্যর্থতা পর জাতীয় দলের কোচ রাসেল ডমিঙ্গোকে বরখাস্তের দাবি উঠে সব মহল থেকে। কিন্তুু বিসিবি চাইলেই এই কোচকে চাকরিচ্যুত করতে পারবে না। এক বছরের বেতন প্রায় ২কোটি টাকা দিয়ে তাকে বিদায় করতে হবে। বিসিবি সেই পথে এগুচ্ছে না।


২ কোটি টাকা ভর্তুকি দিয়ে বিদায়ের চেয়ে বিসিবি রাসেল ডমিঙ্গোকে জাতীয় দলের দায়িত্ব থেকে সরিয়ে অন্য কোনো কাজে লাগাতে চাচ্ছে। আর সেটা হতে পারে নারী দল, এইচপি দল বা অন্য কোনো দায়িত্বে। তবে অবস্থা দেখে মনে হচ্ছে, ডমিঙ্গোকে নারী দলের দায়িত্ব দেওয়া হতে পারে।


ব্যর্থতার দায় কাঁধে নিয়ে অনেক আগেই নারী দলের ভারতীয় কোচ বিদায় নিয়েছেন। জিম্বাবুয়ে সিরিজ ও ওয়ানডে বিশ্বকাপের বাছাই পর্ব খেলতে গেছে নারী দল। দেশীয় কোচ এ.কে.এম মাহমুদ ইমন নারী দলের কোচের দায়িত্বে আছেন। বিসিবি এই দায়িত্ব তুলে দিতে পারে ডমিঙ্গোর কাঁধে।


তবে আপাতত নয়, ঘরের মাঠে পাকিস্তান সিরিজ ও নিউজিল্যান্ড সফরে ডমিঙ্গোই থাকবেন কোচের দায়িত্বে। এরপর আগামি বছরের শুরুতে সাকিব-তামিমদের কোচের পদ থেকে সরিয়ে দেওয়া হবে এই প্রোটিয়া কোচকে। ততদিনে ওয়ানডে বিশ্বকাপের বাছাই পর্বের মিশন শেষে নারী দলও ফিরে আসবে।


ডমিঙ্গোকে ছাঁটাই করতে হলে তার পুরো এক বছরের বেতন পরিশোধ করতে হবে বিসিবিকে। চুক্তির শর্ত অনুযায়ী এই সুবিধা পাবেন তিনি। বিশ্বকাপের আগ মুহুর্তে ডমিঙ্গোর সাথে ২ বছরের চুক্তি করে বিসিবি।


মাসে বেতন ১৭ হাজার ডলার। আনুষাঙ্গিক অন্যান্য খরচ মিলিয়ে তা ২০/২২ হাজার ডলারে পৌছায়। রাসেল ডমিঙ্গো চুক্তির শর্তের জন্য চাকরিতে টিকে যাবেন, তবে অন্যান্য কোচদের বেলায় ছাড় দিতে চায় না বোর্ড।


সূত্রঃ অনলাইন