পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি ও টেস্ট সিরিজকে সামনে রেখে বাংলাদেশের দল ঘোষণা করা হবে ১৬ নভেম্বর। অর্থাৎ, সিরিজ শুরুর মাত্র ৩ দিন আগে টাইগারদের স্কোয়াড ঘোষণা করা হবে। শনিবার (১৩ নভেম্বর) গণমাধ্যমের সাথে আলাপকালে এমনই জানিয়েছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক ও শীর্ষস্থানীয় বোর্ড পরিচালক আকরাম খান।
শনিবার বিসিবি কার্যালয়ে এসেছিলেন জাতীয় দলের নীতিনির্ধারকদের অনেকে। কোচ, খেলোয়াড়, নির্বাচকদের সাথে বোর্ড কর্তাদের আলাপ-আলোচনাও হয়েছে। ধারণা করা হচ্ছিল, এদিনই ঘোষণা করা হবে টাইগারদের স্কোয়াড।
তবে আকরাম বলেন, ‘দল তো আজ দেওয়ার কথা ছিল না। অনেকদিন পর আমরা বোর্ডে আসলাম, বিশ্বকাপের জন্য অনেকদিন দেশের বাইরে ছিলাম। কোচ, নির্বাচক, খেলোয়াড় সবার সাথে আলোচনা করেছি।’
১৬ নভেম্বর দল ঘোষণা করা হবে জানিয়ে আকরাম বলেন, ‘আমরা যেন কাজগুলো ঠিকঠাক করতে পারি, পারফরম্যান্স ভালো করে করতে পারি, বাংলাদেশের জনগণের প্রত্যাশা যেন মেটাতে পারি সেসব বিষয় নিয়ে আজ আলাপ-আলোচনা করেছি। হয়ত ১৬ তারিখের দিকে দল ঘোষণা করব।’
আকরাম জানিয়েছেন, বিশ্বকাপ ব্যর্থতার পর পাকিস্তান সিরিজে বাংলাদেশের টি-টোয়েন্টি দলে বড় কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই। তবে ২-১ জন তরুণ ক্রিকেটার সুযোগ পেতে পারেন জাতীয় দলে।
সূত্রঃ বিডিক্রিকটাইম