দীর্ঘ ছয় বছর পর ঢাকায় পা রাখলো পাকিস্তান দল

ক্রিকেট দুনিয়া November 13, 2021 815
দীর্ঘ ছয় বছর পর ঢাকায় পা রাখলো পাকিস্তান দল

টি-টোয়েন্টি ও টেস্ট সিরিজ খেলতে দীর্ঘ ছয় বছর পর বাংলাদেশে পা রেখেছে পাকিস্তান জাতীয় ক্রিকেট দল৷ বাংলাদেশ সফরে তিনটা টি-টোয়েন্টি ও দুইটি টেস্ট ম্যাচ খেলবে সফরকারীরা৷ আজ সকাল ৮.১০ মিনিটে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে পাকিস্তান দল।


বিমানবন্দর থেকে তারা সরাসরি চলে যাবেন হোটেল সোনারগাঁতে৷ তবে সেখানে খুব একটা বিশ্রামের সুযোগ পাবে না পাকিস্তান দল৷ শাহীন শাহ আফ্রিদিরা অনুশীলন শুরু করে দেবেন ঠিক তার পরের দিন থেকেই।


সর্বশেষ ২০১৫ সালে বাংলাদেশ সফরে এসেছিল পাকিস্তান জাতীয় ক্রিকেট দল৷ সেই বাংলাদেশ ২টি টেস্ট, তিনটি ওয়ানডে ও ১টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছিল সফরকারীরা।


সেই সফরে টেস্ট সিরিজ জিতলেও সাদা বলের ম্যাচগুলোতে টাইগারদের সামনে দাঁড়াতেই পারেনি সফরকারীরা। একদিনের সিরিজ ৩-০ তে জিতে নিয়েছিল বাংলাদেশ। একমাত্র টি-টোয়েন্টি ম্যাচের ফলাফলও এসেছিল টাইগারদের পক্ষে।


সূত্রঃ বিডিক্রিকটাইম