দলের সাথে এখনই বাংলাদেশে আসছেন না বাবর-মালিক

ক্রিকেট দুনিয়া November 12, 2021 803
দলের সাথে এখনই বাংলাদেশে আসছেন না বাবর-মালিক

সবকিছু ঠিক থাকলে আগামীকাল ১৩ নভেম্বর শনিবার দুবাই থেকে উড়াল দিয়ে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পা রাখবে পাকিস্তান দল। তবে দলের সাথে আসছেন না অধিনায়ক বাবর আজম ও শোয়েব মালিক।


জানা গেছে, দুই দিন ছুটি কাটিয়ে বাংলাদেশের বিমান ধরবেন তারা। পুরো দলের আগামীকাল আসার কথা থাকলেও, বাবর ও মালিক আগামী ১৬ নভেম্বর বাংলাদেশে এসে পৌঁছাবেন।


আগামী ১৯ নভেম্বর প্রথম টি-২০ ম্যাচ দিয়ে শুরু হবে বাংলাদেশ-পাকিস্তান দ্বিপাক্ষীক সিরিজ। দ্বিতীয় ম্যাচটি পরদিন ২০ নভেম্বর ও শেষ টি-২০ ম্যাচটি অনুষ্ঠিত হবে ২২ নভেম্বর। মিরপুরের হোম অব ক্রিকেটে হবে সবগুলো টি-২০।


এরপর ২৬ নভেম্বর হতে ৩০ নভেম্বর চট্টগ্রামে প্রথম টেস্ট ও ঢাকায় ৪ ডিসেম্বর হতে ৮ ডিসেম্বর হবে সিরিজের শেষ টেস্ট ম্যাচটি। বাংলাদেশ সফরের জন্য শুধুমাত্র ১৭ সদস্যের টি-২০ সিরিজের দল ঘোষণা করেছে পাকিস্তান। এখনও ঘোষণা করা হয়নি টেস্ট সফরে দল।


সূত্রঃ অনলাইন