২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ অনুষ্ঠিত হতে পারে যুক্তরাষ্ট্র এবং ক্যারিবিয়ান দীপপুঞ্জে। জনপ্রিয় সাংবাদ পোর্টাল ক্রিকবাজের প্রতিবেদনে উঠে এসেছে এমনই এক তথ্য।
মূলত ক্রিকেটকে আরও বেশি ছড়িয়ে দিতে চায় ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। যার কারণে লম্বা সময় ধরে যুক্তরাষ্ট্রের মাটিতে বিশ্বকাপ বা টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজনের পরিকল্পনা করছিল সংশ্লিষ্টরা।
ক্রিকবাজের প্রতিবেদনে আছে, যুক্তরাষ্ট্র ক্রিকেট ও ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ যৌথভাবে আইসিসির ইভেন্ট আয়োজনের ব্যাপারে আগ্রহ দেখিয়েছে। আর তাই ২০ দলের ৫৫ ম্যাচের ইভেন্ট তাদের আয়োজনের সুযোগ দিতে যাচ্ছে আইসিসি।
২০২৮ সালের অলিম্পিক আয়োজিত হবে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসে। এমনটা জানতে পেরেই যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজকে সম্মিলিতভাবে বিশ্বকাপ আয়োজনের সুযোগ করে দিতে চলেছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা- আইসিসি।
১১ নভেম্বর আইসিসির হেড কোয়াটারে এটা নিয়ে আলোচনা করা হবে। আগামি ১৬ নভেম্বরও থাকছে আইসিসির সভা। এই সভাগুলোতে আইসিসির পরবর্তী সাইকেলের ইভেন্ট নিয়ে আলোচনা করা হবে।
সূত্রঃ অনলাইন