২ ‘ম্যাচ উইনারকে’ ছাড়াই সেমিতে নামতে হবে পাকিস্তানকে?

ক্রিকেট দুনিয়া November 11, 2021 1,277
২ ‘ম্যাচ উইনারকে’ ছাড়াই সেমিতে নামতে হবে পাকিস্তানকে?

সেমিফাইনালের আগে চিন্তার ভাঁজ পড়ল পাকিস্তানের শিবিরে। ফ্লু হয়েছে শোয়েব মালিক ও মোহাম্মদ রিজওয়ানের। দু'জনেই বুধবার অনুশীলন করেননি। তবে তাদের করোনাভাইরাস রিপোর্ট নেগেটিভ এসেছে। টিম ম্যানেজমেন্টের আশা, অস্ট্রেলিয়া ম্যাচের আগেই দু'জনে ফিট হয়ে উঠবেন।


পাকিস্তানের ম্যানেজমেন্ট সূত্রে খবর, বুধবার সকালে ঘুম থেকে ওঠার সময় শোয়েব ও রিজওয়ানের সর্দি-কাশি ও জ্বর ছিল। টিম ম্যানেজমেন্টের এক সদস্যের দাবি, সকালে 'হালকা ফ্লু ও কম জ্বর' ছিল দুই তারকার। প্রাথমিকভাবে তাদের দেরিতে অনুশীলনে আসার পরামর্শ দেয়া হয়। পরে অবশ্য দু'জনকেই অনুশীলনে নামতে নিষেধ করে দেয় পাকিস্তানের ম্যানেজমেন্ট।


এরইমধ্যে দলের বাকি সদস্যদের সাথে তাদের করোনা টেস্ট হয়েছে। ওই রিপোর্ট নেগেটিভ এসেছে। সূত্রের খবর, বৃহস্পতিবার সকালে তারা কেমন থাকেন, তার ওপরেই নির্ভর করছে শোয়েব এবং রিজওয়ানের ভাগ্য। - নয়া দিগন্ত অনলাইন