বাংলাদেশ সফরের জন্য চূড়ান্ত দল ঘোষণা করলো পাকিস্তান

ক্রিকেট দুনিয়া November 8, 2021 1,313
বাংলাদেশ সফরের জন্য চূড়ান্ত দল ঘোষণা করলো পাকিস্তান

টাইগারদের বিপক্ষে সিরিজটির জন্য সোমবার ১৮ সদস্যের টি-টোয়েন্টি স্কোয়াড ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। মোহাম্মদ হাফিজ বাদে টি-টোয়েন্টি বিশ্বকাপ স্কোয়াডে থাকা পাকিস্তান দলের সবাই আসছেন বাংলাদেশ সফরে।


বাবার আজম, শোয়েব মালিক, মোহাম্মদ রিজওয়ান, শাহিন শাহ আফ্রিদির মতো তারকাদের সবাই রয়েছেন এই সফরের দলে। বিশ্বকাপে দলটির টিম ম্যানেজমেন্টের সবাইও আসবেন বাংলাদেশে। শুধু ব্যাটিং উপদেষ্টা ম্যাথু হেইডেন আসতে পারবেন না তার পূর্ব ব্যস্ততার জন্য।


টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল ১৪ নভেম্বর। পাকিস্তান ফাইনাল খেললে পাঁচ দিনের মধ্যে বাংলাদেশের বিপক্ষে মিশন শুরু করতে হবে তাদের। ১৯, ২০ ও ২২ নভেম্বর মিরপুরে সিরিজের টি-টোয়েন্টি ম্যাচ তিনটি অনুষ্ঠিত হবে। এরপর রয়েছে দুই ম্যাচের টেস্ট সিরিজ।


বিশ্বকাপ ও বাংলাদেশের সিরিজের মাঝে খুব বেশি বিরতি না থাকায় ধারণা করা হচ্ছিল, টি-টোয়েন্টিতে প্রথমসারির কিছু খেলোয়াড়কে বিশ্রামে দিতে পারে পাকিস্তান। তবে পিসিবি সে পথে হাঁটেনি।


৪১ বছর বয়সী হাফিজ নির্বাচকদের জানিয়ে রেখেছিলেন, তরুণদের সুযোগ দিতে তিনি বাংলাদেশ সিরিজে খেলবেন না।তার বদলে বাংলাদেশে আসছেন ইফতিখার আহমেদ। এ ছাড়া বিশ্বকাপে রিজার্ভ হিসেবে থাকা হায়দার আলি ও খুশদিল শাহকেও রাখা হয়েছে মূল স্কোয়াডে।


টেস্ট স্কোয়াড পরে ঘোষণা করবে পিসিবি। ২৬ নভেম্বর থেকে চট্টগ্রামে প্রথম টেস্ট ও ৪ ডিসেম্বর থেকে ঢাকায় হবে দ্বিতীয় টেস্ট। ম্যাচ দুটি আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ।


• বাংলাদেশ সফরে পাকিস্তান টি-টোয়েন্টি দল


বাবর আজম (অধিনায়ক), শাদাব খান (সহ অধিনায়ক), আসিফ আলি, ফখর জামান, হায়দার আলি, হারিস রউফ, হাসান আলি, ইফতিখার আহমেদ, ইমাদ ওয়াসিম, খুশদিল শাহ, মোহাম্মদ নওয়াজ, মোহাম্মদ রিজওয়ান, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, সরফরাজ আহমেদ, শাহিন শাহ আফ্রিদি, শাহনাওয়াজ দাহানি, শোয়েব মালিক ও উসমান কাদির।


সূত্রঃ স্পোর্টসজোন২৪