বিশ্বকাপে ভরাডুবির পর প্রধান কোচ রাসেল ডোমিঙ্গো কে নিয়ে এখন চলছে নানা সমালোচনা। রাসেল ডমিঙ্গো এখন বাংলাদেশের জন্য মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। কারণ এই মুহূর্তে রাসেল ডমিঙ্গোকে ছেড়ে দিতে পারছেনা বাংলাদেশ ক্রিকেট বোর্ড।
নিয়োগ দেওয়ার পর রাসেল ডমিঙ্গোর উপর ক্ষুব্ধ ছিল বাংলাদেশের ক্রিকেটপ্রেমীরা। কোচ হিসেবে তেমন সাফল্য বাংলাদেশকে এনে দিতে পারেননি রাসেল ডমিঙ্গো। তার অধীনে গত টেস্ট চ্যাম্পিয়নশিপের কোন টেস্ট ম্যাচে জিততে পারেনি বাংলাদেশ।
হারতে হয়েছে আফগানিস্তান, পাকিস্তান, ভারত, শ্রীলংকা এবং ওয়েস্ট ইন্ডিজের কাছে। এমনকি রাসেল ডমিঙ্গোকে বাতিল কোচ বলে আখ্যায়িত করেছেন মাশরাফি বিন মুর্তজা। কিন্তু ঘরের মাঠে অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জয়ের পর রাসেল ডমিঙ্গোর সাথে আরো দুই বছরের জন্য চুক্তি করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।
সেই সাথে টি-টোয়েন্টি বিশ্বকাপের ব্যর্থতার কারণে এখন কাল হয়ে দাঁড়িয়েছে রাসেল ডমিঙ্গো। তবে রাসেল ডমিঙ্গো এটি হয়তো ধারণা করতে পেরেছিলেন। যার কারণে বিসিবিকে নিজের ফাঁদে ফেলেছেন তিনি। তিনি বিসিবির কাছে দাবি করেন, অস্ট্রেলিয়ার তাসমানিয়ার কোচ হওয়ার প্রস্তাব পেয়েছেন।
তাই বিশ্বকাপে আগে হয় তার চুক্তি নবায়ন করতে হবে দুই বছরের জন্য, নয়তো তিনি নতুন চাকরিতে যোগ দেবেন। আর এতেই চিন্তায় পড়ে যায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ঘরের মাঠে অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড সিরিজের যাওয়ার পর ৫০ শতাংশ বেতন বৃদ্ধি করে ডমিঙ্গোর সঙ্গে নতুন করে দুই বছরের চুক্তি করে ফেলে।
চুক্তিতে স্পষ্ট লেখা আছে, ‘প্রথম এক বছরে বিসিবি ডমিঙ্গোকে বরখাস্ত করতে চাইলে কিংবা তিনি চাকরি ছাড়তে চাইলে সেই সময় থেকে এক বছর হওয়া পর্যন্ত যত মাস বাকি থাকবে, সেই মাসের বেতনের অঙ্ক বুঝিয়ে দিতে হবে।’ বিসিবি তার এই শর্তে রাজি হয়ে যায়।
নতুন চুক্তি অনুযায়ী ডমিঙ্গোর মাসিক বেতন হবে প্রায় ১৭ হাজার ডলার। অর্থাৎ, এখন ডমিঙ্গোকে বাদ দেওয়া হলে বিসিবি ১ বছরের বেতন ক্ষতিপূরণ হিসেবে দিতে বাধ্য থাকবে। যার পরিমাণ ২ লাখ ডলার। ডমিঙ্গো নিজে থেকে ছাড়তে চাইলেও একই পরিমাণ টাকা দিতে হবে।
সূত্রঃ বাংলাওয়াশ ক্রিকেট