বিসিবির প্রস্তাব ফিরিয়ে দিলেন তামিম ইকবাল

ক্রিকেট দুনিয়া November 7, 2021 1,343
বিসিবির প্রস্তাব ফিরিয়ে দিলেন তামিম ইকবাল

বিসিবি টি-২০’র অধিনায়ক মাহমুদউল্লাহকে সরিয়ে অধিনায়কত্বের দায়িত্বে দিতে চেয়েছিলো তামিম ইকবালের কাঁধে। ব্যর্থতার কারণে প্রধান কোচ রাসেল ডমিঙ্গো বরখাস্তের চিন্তাও করছে বোর্ড। ব্যর্থ ক্রিকেটারদের বাদ দিয়ে ডাকা হচ্ছে তরুণদের।


কিন্তুু বিসিবির অধিনায়কত পরিবর্তনের সিদ্ধান্ত আর সহসা বাস্তবায়ন হচ্ছে না। মাহমুদউল্লাহর পরেই বিসিবি সভাপতির পছন্দে ছিলেন তামিম ইকবাল। নাজমুল হাসান পাপন তাই অধিনায়ক হওয়ার জন্য প্রস্তাব দিয়ে ছিলেন তামিম ইকবালকে। কিন্তুু ওয়ানডে অধিনায়ক তামিম সেই প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন।


টি-২০ ক্রিকেটে এখনি ফিরতে চান তামিম। বিসিবিকে জানিয়েছেন নিজের মতামত। বলেছেন, ক্রিকেটের সংক্ষিপ্ত এই ফরম্যাটে এখন তরুণদের প্রতি মনোযোগী হওয়ার জন্য। পাকিস্তানের বিপক্ষে টি-২০ সিরিজে তাই আপাতত মাহমুদউল্লাহ রিয়াদের কাঁধেই থাকছে নেতৃত্বের ভার।