বিশ্বকাপে বাংলাদেশ দলের হতাশাজনক পারফরম্যান্সের পর আদাজল খেয়ে মাঠে নেমেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। জাতীয় দলসহ পরিবর্তন আসতে চলেছে জাতীয় দল সংশ্লিষ্ট বেশ কিছু জায়গায়।
বিশ্বকাপ পারফরম্যান্সের পর কোচিং প্যানেল নিয়েও নতুন করে ভাবতে হচ্ছে বিসিবিকে। বিশ্বকাপে বাংলাদেশ দলের ফিল্ডিং যাচ্ছেতাই ছিলো। বিশেষ করে ক্যাচ মিসের মহড়া চলেছে।
যেকোন দিন যেকোন সময় ফিল্ডিং কোচ রায়ান কুক বরখাস্ত হবেন। বিসিবির নীতিনির্ধারণী পর্যায়ে এমন সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়েছে।
সূত্রঃ খেলাযোগ, একাত্তর টিভি