আফগানিস্তান হারলে ব্যাগ গুছিয়ে বাড়ি চলে যাব : জাদেজা

ক্রিকেট দুনিয়া November 6, 2021 758
আফগানিস্তান হারলে ব্যাগ গুছিয়ে বাড়ি চলে যাব : জাদেজা

আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম দুই ম্যাচ হেরে নিজেদের সেমিফাইনালের পথ কঠিন করে ফেলেছে ভারত। যে কারণে এখন নির্ভর করতে হচ্ছে নিউজিল্যান্ড ও আফগানিস্তানের মধ্যকার ম্যাচের দিকে। আফগানরা হেরে গেলেই বাড়ি ফেরার পথ ধরতে হবে ভারতকে।


স্কটল্যান্ডকে গুঁড়িয়ে দেওয়ার পর সংবাদ সম্মেলনে আফগানরা না জিততে পারলে কী করবে ভারত, সেই প্রশ্নের মুখোমুখি হয়েছিলেন ভারতীয় অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা। তবে প্রশ্নটার উত্তর বেশ মজার ছলেই দিলেন জাদেজা। তিনি বলেন, “তাহলে ব্যাগ গুছিয়ে বাড়ি চলে যাব, আর কী!”


সূত্রঃ বিডিক্রিকটাইম