টি-টোয়েন্টিতে ব্যাটসম্যানদের র্যাঙ্কিংয়ে শীর্ষস্থান দখল করে রেখেছিলেন ডেভিড মালান। তবে এবার থাকে সরিয়ে শীর্ষে উঠে এলেন বাবর আজম। এবারের বিশ্বকাপে নিজেকে দারুণ মেলে ধরেছেন পাকিস্তানের অধিনায়ক। চার ম্যাচের তিনটিতেই হাফ সেঞ্চুরি তুলে নিয়ে মালানকে ছাড়িয়ে র্যাঙ্কিংয়ের শীর্ষে উঠেছেন বাবর আজম।
এদিকে বোলারদের র্যাঙ্কিংয়ে তাবরাইজ শামসিকে হটিয়ে প্রথমবারের মত শীর্ষে উঠেছেন লঙ্কান স্পিনার ওয়ানিন্দু হাসারাঙ্গা। আফগানিস্তানের রশিদ খানকে টপকে ইংল্যান্ডের আদিল রশিদ উঠেছেন তৃতীয় স্থানে।
মোহাম্মদ নবীকে পেছনে ফেলে টি-টোয়েন্টিতে অলরাউন্ডারদের র্যাঙ্কিংয়ে শীর্ষস্থান দখল করেছিলেন সাকিব আল হাসান। তবে ইংল্যান্ড এবং উইন্ডিজের বিপক্ষে আশানুরূপ পারফরম্যান্স দেখাতে না পারায় তাঁকে ছুুঁয়ে ফেলেছেন আফগান অধিনায়ক নবী। তাঁদের দুজনেরই রেটিং পয়েন্ট ২৭১।
সূত্রঃ এসএনপি স্পোর্টস