শেষ দুই ম্যাচ জিতে ইতিহাস গড়তে চাই : ডোমিঙ্গো

ক্রিকেট দুনিয়া November 1, 2021 652
শেষ দুই ম্যাচ জিতে ইতিহাস গড়তে চাই : ডোমিঙ্গো

শেষ দুই ম্যাচ জিতে ইতিহাস গড়তে চান বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের কোচ রাসেল ডোমিঙ্গো। সোমবার দুপুরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচের আগে সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি।


‘আমরা জানি আমাদের যোগ্যতা থেকে আমরা অনেকটা দূরে এখনও। কিন্তু তা রাতারাতি হবে না। এর জন্য সময় চাই। এটা একটা প্রক্রিয়া, আর এক বছরের মধ্যে আরেকটি টি-টোয়েন্টি বিশ্বকাপ আছে। যদি সবকিছু ঠিকঠাকভাবে এগোয় আমরা ওই আসরে আরও ভালো অবস্থায় থাকবো। ’


আগামীকাল মঙ্গলবার বাংলাদেশ সময় বিকাল ৪টায় আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে মুখোমুখি হবে দুই দল। সুপার টুয়েলভে তিন ম্যাচ হেরে ইতিমধ্যে বাংলাদেশের বিশ্বকাপ শেষের পথে। মাহমুদউল্লাহ রিয়াদদের জন্য এগুলো এখন নিয়মরক্ষার।


সূত্রঃ বিডি প্রতিদিন