সাকিবের জায়গায় কে খেলবেন জানিয়ে দিলেন ডমিঙ্গো

ক্রিকেট দুনিয়া November 1, 2021 1,481
সাকিবের জায়গায় কে খেলবেন জানিয়ে দিলেন ডমিঙ্গো

দলের এমন ভরাডুবির মধ্যে বিশ্বকাপের দল থেকে ছিটকে গেছেন বাংলাদেশ ক্রিকেট দলের বিশ্বস্ত সদস্য সাকিব আল হাসান। দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচ দুটিতে খেলবেন না তিনি।


আগামীকাল নিজেদের চতুর্থ ম্যাচে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে টাইগাররা। এই ম্যাচে সাকিবের না থাকায় একাদশে কে খেলবেন সেটা নিয়ে দুশ্চিন্তা ছিল সবার। যেহেতু নতুন কাউকে দলে অন্তর্ভুক্ত করা হয়নি সুতরাং স্কোয়াড থেকেই কেউ খেলবেন সেটা জানাই ছিল। সেটা আরো পরিস্কার করে দিলেন টাইগার কোচ রাসেল ডমিঙ্গো।


দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাঠে নামার আগে ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে আজ ডমিঙ্গো বলেন, সাকিবের পরিবর্তে আগামীকালের ম্যাচে একাদশে থাকবেন শামিম হোসেন পাটোয়ারী। ইনজুরিতে কালও খেলবেন না নুরুল হাসান সোহান। একাদশে বাকি জায়গা অপরিবর্তিত থাকবে।


উল্লেখ্য, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচ খেলার সময় হ্যামস্ট্রিংয়ে চোট পায় সাকিবের। এরপরেও চোট নিয়েই ওপেনিংয়ে নেমেছেন তিনি। ম্যাচ শেষে সাকিবকে দুইদিন বা ৪৮ ঘণ্টার পর্যবেক্ষণে রাখার সিদ্ধান্ত নেয় টিম ম্যানেজম্যান্ট। আজ জানা গেছে, বিশ্বকাপের বাকি দুই ম্যাচে সাকিবকে পাচ্ছে না বাংলাদেশ দল।


সূত্রঃ স্পোর্টসজোন২৪