তালেবানকে নিয়ে বিস্ফোরক প্রশ্ন, জবাবে যা বললেন আফগান অধিনায়ক

ক্রিকেট দুনিয়া October 31, 2021 2,070
তালেবানকে নিয়ে বিস্ফোরক প্রশ্ন, জবাবে যা বললেন আফগান অধিনায়ক

রীতিমতো ভালো পারফরম্যান্স করেই বিশ্বকাপে সুপার-১২ পর্বের যোগ্যতা অর্জন করেছে আফগানিস্তান ক্রিকেট দল। শুক্রবার কঠিন লড়াইয়ে পাকিস্তানের কাছে যায় দলটি।


সেই হারের পরে সংবাদ সম্মেলনে অস্বস্তির মুখে পড়তে হল আফগান অধিনায়ককে। সংবাদ সম্মেলনে ক্রিকেট বিষয়ক প্রশ্ন করাই স্বাভাবিক। তবে সেখানে যে রাজনৈতিক প্রশ্ন নিয়ে হাজির হবেন জনৈক সাংবাদিক, তা আঁচ করতে পারেননি নবি।


‘আফগানিস্তান বিশ্বকাপে দারুণ খেলেছে। দুটো ম্যাচও জিতেছে। তবে দেশে ফেরার পরে কী হবে, সেই ভয় কি আপনাদের রয়েছে? আপনাদের কাছে হয়তো সরকার কৈফিয়ত চাইতে পারে,’ এমনই ভয়ঙ্কর প্রশ্ন করে বসেন সংশ্লিষ্ট সাংবাদিক।


এখানেই না থেমে তিনি আরো জিজ্ঞাসা করেন, ‘নতুন রাজনৈতিক পালাবদলে আফগানিস্তানের সাথে পাকিস্তানের সম্পর্কও বেশ ভালো। এতে কি আফগানিস্তান উপকৃত হবে?’


এতে কড়া গলায় নবির জবাব, ‘এমন প্রশ্ন সরিয়ে আমরা কি ক্রিকেট নিয়ে ফোকাস করতে পারি? শুধু ক্রিকেট নিয়ে কথা বলাই ঠিক হবে। সঠিক প্রস্তুতি নিয়ে আমরা বিশ্বকাপে খেলতে এসেছি। ক্রিকেট নিয়ে কিছু জিজ্ঞাসার থাকলে প্রশ্ন করতে পারেন!’


এরপরেও সেই সাংবাদিকের দাবি ছিল, তার প্রশ্ন নাকি ক্রিকেট সংক্রান্ত। এতে আরো একবার ক্ষুব্ধ হন নবি। শেষ পর্যন্ত মডারেটরের হস্তক্ষেপে পরিস্থিতি সামাল দেয়া সম্ভব হয়। শুধু নবিই নন, এর আগে সাংবাদিকের বেয়াড়া প্রশ্নের মুখে পড়েন ভারতীয় অধিনায়ক বিরাট কোহলিও।


পাকিস্তানের সাথে ম্যাচে হারের পরে হঠাৎ করেই তাকে জিজ্ঞাসা করা হয়, রোহিত শর্মাকে বাদ দেয়ার কোনো পরিকল্পনা তার রয়েছে কিনা। সরাসরি জবাবে কোহলি বলেন, বিতর্কের মশলা খুঁজলে তাকে যেন আগেভাগে জানানো হয়।


সূত্র : ইন্ডিয়ান এক্সপ্রেস/ নয়া দিগন্ত অনলাইন