পাকিস্তানের বিপক্ষে ম্যাচ হারার পর থেকেই মোহাম্মদ শামিকে ঘিরে অনলাইনে শুরু হয় ট্রলসহ নানা ধরনের সমালোচনা। অনেকেই শামির ধর্মকে টেনে এনে কটুক্তি করেছেন। পাকিস্তানের বিপক্ষে ম্যাচে ভালো করতে পারেননি শামি আর এতেই ক্ষেপে গেছেন অনেক সমর্থকেরা।
সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয় শামিকে নিয়ে করা ট্রল, কটুক্তি, সমালোচনাসহ আরও অনেক কিছু। তবে এই সময়ে দলের অধিনায়ক বিরাট কোহলিকে পাশেই পাচ্ছেন শামি। কোহলি মনে করেন, দলের বাইরে কী ঘটছে তা নিয়ে দলের ভেতরের কারোর খুব বেশি চিন্তা করার দরকার নেই।
সমালোচনাকারীদের উদ্দেশ্যে কোহলি জানান, ‘মাঠে আমরাই খেলি, অইসব মেরুদন্ডহীন লোকেরা নয়। বিষয়টি নিয়ে সবাই খুব মজা পাচ্ছে দেখাটা সত্যিই দুঃখজনক। এজন্যই আমরা আমদের কাজটা করছি এবং তারা তাদেরটা করছে।’
কোহলি আরও জানান, ‘সামাজিক যোগযোগমাধ্যমে অনেকেই নিজেদের পরিচয় গোপন করে ক্রিকেটারদেকে ট্রল করে, যা সম্ভবত তাদের জীবনের সবচেয়ে নিকৃষ্ট কর্মকান্ড। কীভাবে ক্রিকেটারদের পাশে দাঁড়াতে হয় তা আমাদের জানা আছে। বাইরের কথার কোনো দাম নেই।’
কোহলির মতে, ধর্ম নিয়ে আঘাত করাটা মানুষের দ্বারা সংঘটিত সবচেয়ে নিকৃষ্ট কাজগুলোর মধ্যে একটি। কোহলি জানান, ‘ধর্ম নিয়ে কাউকে আঘাত করা সম্ভবত মানুষের করা সবচেয়ে বেশি কষ্টদায়ক কাজ। যে কেউ তাদের মতামত জানাতেই পারে কিন্তু আমি ব্যক্তিগতভাবে কাউকে কখনো ধর্ম নিয়ে বৈষম্য করার চিন্তাও করিনি।’
সূত্রঃ বিডিক্রিকটাইম