ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচের আগে অনুশীলনে তলপেটে চোট পেয়েছিলেন নুরুল হাসান সোহান। সেই চোট নিয়েও তাকে ইংল্যান্ডের বিপক্ষে খেলতে দেখা গিয়েছিল। যদিও সেই ম্যাচে ব্যাট হাতে ১৮ বলে করেন ১৬ রান। ব্যথা বেড়ে যাওয়ায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এই কিপার ব্যাটসম্যানকে পাচ্ছে না বাংলাদেশ।
বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট সূত্রে জানা গেছে, তলপেটের চোটে থাকা সোহান আজ মাঠেই যাবেন না। থাকবেন টিম হোটেলে। সোহান না খেলায় উইকেটকিপার হিসেবে দেখা যেতে পারে লিটন দাসকে। বেশ কয়েক ম্যাচ ধরেই এই ওপেনার আছেন রান খরায়। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তার একাদশে থাকাও ছিল সংশয়ে। তবে সোহানের চোটে তার খেলার সংশয় কেটে গেছে।
গত মঙ্গলবার দুবাই আইসিসি একাডেমি মাঠে ব্যাট করতে গিয়ে তাসকিন আহমেদের বলে তলপেটে চোট পান সোহান। ওই চোট নিয়েও তাকে ইংল্যান্ডের বিপক্ষে একাদশে দেখা যায়।
আগে ব্যাট করতে যাওয়া বাংলাদেশ ১৩তম ওভারে ৭৩ রানে ৫ উইকেট হারালে ক্রিজে যান সোহান। শেষ ওভারে আউট হওয়ার আগে ১৮ বলে করেন ১৬। তার ব্যাট থেকে মেটেনি শেষের ঝড়ের চাহিদা। - অনলাইন