বাজি কোম্পানির সাথে যুক্ত আইপিএল এর নতুন দলের মালিক!

ক্রিকেট দুনিয়া October 27, 2021 763
বাজি কোম্পানির সাথে যুক্ত আইপিএল এর নতুন দলের মালিক!

আইপিএলে যুক্ত হয়েছে নতুন দুটি ফ্র্যাঞ্চাইজি। এর মধ্যে আহমেদাবাদের মালিকানা পেয়েছে সিভিসি ক্যাপিটালস। এই ফ্র্যাঞ্চাইজির মালিকরা বেটিং বা বাজি কোম্পানির সঙ্গে জড়িত আছে বলে দাবি করা হয়েছে ভারতীয় জনপ্রিয় ম্যাগাজিন আউটলুকের এক প্রতিবেদনে, চলছে তদন্তও।


গত সোমবার (২৫ অক্টোবর) দুবাইয়ে অনুষ্ঠিত নিলাম থেকে দল কেনার জন্য মোট নয়টি কোম্পানি অংশগ্রহণ করেছিল। যেখানে ৫ হাজার ৬২৫ কোটি রুপি দর হাঁকিয়ে আহমেদাবাদের মালিকানা পেয়েছে সিভিসি ক্যাপিটালস।


সিভিসি ক্যাপিটালসের মালিকরা বাজি কোম্পানির সঙ্গে জড়িত থাকায় তাদের তদন্ত করছে আইপিএল কতৃপক্ষ। আউটলুক ম্যগাজিনের প্রতিবেদনে বলা হয়েছে, ‘বাজি কোম্পানির সঙ্গে যোগসূত্র থাকায় সিভিসি ক্যাপিটালসকে তদন্ত করা হচ্ছে।’


প্রতিবেদনে আরও বলা হয়েছে, ‘সিভিসি ক্যাপিটালসের মালিকদের বাজি কোম্পানির সঙ্গে যোগসূত্র থাকায় তারা সমস্যায় পড়েছে। সিভিসি ক্যাপিটালস বাজি এবং জুয়া কোম্পানিগুলোতে প্রচুর বিনিয়োগ করেছে।’


সূত্রঃ ক্রিকফ্রেন্জি