দুই ক্যাচ মিসের পর লিটন দাসকে নিয়ে আলোচনা-সমালোচনা থামেনি এখনও। দুবাইয়ে অবস্থিত আইসিসির একাডেমি মাঠে যখন অনুশীলন করছিল বাংলাদেশ দল।
শ্রীলঙ্কা ম্যাচে গুরুত্বপূর্ণ দুটি ক্যাচ হাতছাড়া হওয়ার পর থেকেই যে লিটন রয়েছেন সবার মনোযোগের কেন্দ্রবিন্দুতে। এই দুটি গুরুত্বপূর্ণ ক্যাচ মিসের পর বুধবার অনুষ্ঠিত হতে যাওয়া ইংল্যান্ড ম্যাচের আগে স্বাভাবিকভাবেই ক্যাচিংয়ের দিকে বাড়তি মনোযোগ ছিল লিটনসহ গোটা বাংলাদেশ দলের।
দুবাই স্পোর্টস সিটির আইসিসি একাডেমিতে অনুশীলনের শুরুতে প্রায় পৌনে এক ঘণ্টা ক্যাচ ধরার অনুশীলন করেছেন ক্রিকেটাররা। সেখানে অন্যান্য দিনের মতোই নিজের মতো করে পরিশ্রম করে গেছেন লিটন।
সূত্রঃ স্পোর্টসজোন২৪