মাশরাফির সমালোচনার জবাবে যা বললেন গিবসন

ক্রিকেট দুনিয়া October 26, 2021 2,289
মাশরাফির সমালোচনার জবাবে যা বললেন গিবসন

সম্প্রতি বিশ্বকাপ দলে কোচদের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। তার মতে, কোচরা তাদের দায়িত্ব ঠিকভাবে পালন না করায় বাড়তি চাপ পড়ছে অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদের ওপর। শ্রীলঙ্কা ম্যাচ নিয়ে তার দর্শন এমনই।


সম্প্রতি ফেসবুক স্ট্যাটাসে ক্ষুব্ধ মাশরাফি লিখেছেন, ‘পানি পানের বিরতিতে কোচ মাঠের ভেতর এসেছিল। রিয়াদের সাথে কী কথা বলেছিল? কথা বলে থাকলে, সব দায় কি রিয়াদের? গুরুত্বপূর্ণ ম্যাচের গুরুত্বপূর্ণ মুহূর্তে কি কোচ কোনো আলোচনা করে না?’


কোচদের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলে মাশরাফি লিখেছেন, ‘অধিনায়ক তখন বিভিন্ন বিষয়ে চাপে থাকে। অধিনায়কের পরিকল্পনা কি কোচ জানতে চেয়েছিল? যদি কথা হয়ে থাকে, তাহলে সংবাদ সম্মেলন কি তার সামলানো উচিৎ ছিল না? সেখান (সংবাদ সম্মেলন) থেকেই রিয়াদের ভুল ধরা হয়েছে।’


মাশরাফির এমন বিস্ফোরক মন্তব্যের কোনো প্রভাব কোচদের ওপর পড়েনি, এমন দাবি খোদ ওটিস গিবসনের। টাইগারদের পেস বোলিং কোচ বলছেন, দলের বাইরের কে কী ভাবছেন বা কী বলছেন তা নিয়ে কোনো ভাবনা নেই কোচদের।


সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘এটা নিয়ে আমার কোনো ভাবনাই নেই। দলের বাইরে কে কী বলছে এটা নিয়ে আমাদের কারোরই এখন আগ্রহ বা ভাবনা নেই। আমরা জানি দলের কোচ হিসেবে আমরা এখানে কী করতে এসেছি। তাই দলের বাইরে কে কী বলল তা কোনো ভূমিকা রাখছে না।’


সূত্রঃ বিডিক্রিকটাইম