বাংলাদেশের তুলনায় শ্রীলঙ্কা অনেক ভালো দলঃ দানুস শানাকা

ক্রিকেট দুনিয়া October 24, 2021 783
বাংলাদেশের তুলনায় শ্রীলঙ্কা অনেক ভালো দলঃ দানুস শানাকা

সুপার টুয়েলভের প্রথম ম্যাচে আজ শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ। ব্যাট-বলের লড়াইয়ে নামার আগে নিজেদের ফেভারিট মনে করছেন লংকান অধিনায়ক দাসুন শানাকা। লঙ্কান অধিনায়কের মতে, দল হিসেবে তারা প্রতিপক্ষের চেয়ে ভালো হওয়ায় তাদের জয়ের সম্ভাবনাও কিছুটা বেশি।


আজ রোববার সংযুক্ত আরব আমিরাতের শারজাহতে মাঠে নামছে এশিয়ার দুই দল। টি-টোয়েন্টি বিশ্বকাপের এক নম্বর গ্রুপের ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকাল চারটায়।


২০১৪ সালের বিশ্বকাপের চ্যাম্পিয়নরা বাংলাদেশের বিপক্ষে লড়াইয়ের আগের দিন সংবাদ সম্মেলনে বাংলাদেশকে এক প্রকার হুমকিই দিলেন। লংকান অধিনায়ক শানাকা বলেন, ‘কোয়ালিফায়ারে ওই ম্যাচগুলো (ওমান ও পাপুয়া নিউগিনির বিপক্ষে) জিতে তারা ছন্দ খুঁজে পেয়েছে। এটা তাদের জন্য ভালো ব্যাপার। কিন্তু আমি মনে করি, আমাদের দলটা তাদের তুলনায় ভালো। আমাদের (জয়ের) সম্ভাবনা কিছুটা বেশি।’


সামর্থ্যের ছাপ রেখে চলমান আসরে ইতোমধ্যে নিজেদের সরব উপস্থিতি জানান দিয়েছেন বলে মনে করেন শ্রীলঙ্কার দলনেতা। এ ব্যাপারে তিনি বলেন, ‘টি-টোয়েন্টি খুবই স্বল্প সময়ের খেলা। আর আমাদের দিনে আমরা কতটা ভালো, সবাই তা দেখেছে।’


সূত্রঃ স্পোর্টসজোন২৪