আবুধাবির টি-টেন লিগে নাম লিখিয়েছেন দক্ষিণ আফ্রিকার সাবেক অধিনায়ক ফাফ ডু প্লেসিস। তাকে দলে নিয়েছে টুর্নামেন্টে একমাত্র বাংলাদেশের প্রতিনিধিত্বকারী দল বাংলা টাইগার্স। প্রথম আসরেই দলের আইকন ও অধিনায়ক হিসেবে দায়িত্বে থাকবেন তিনি।
এদিকে বাংলাদেশের দলের হয়ে খেলতে পেরে উচ্ছাস প্রকাশ করে আসন্ন বাংলাদেশ প্রিমিয়ার লিগেও (বিপিএল) খেলতে আগ্রহ প্রকাশ করেছেন প্রোটিয়া এই তারকা ক্রিকেটার। আবুধাবিতে বাংলাদেশের এক গণমাধ্যমে বাংলা টাইগার্সের সাক্ষাৎকারে বিষয়টি জানিয়েছেন ডু প্লেসি।
এদিকে দক্ষিণ আফ্রিকার এবিডি ভিলিয়ার্স, ডেভিড মিলার, রাইলি রুশোর মতো অনেক তারকা ক্রিকেটাররা বিপিএল খেলেছেন। আইপিএল, পিএসএল, সিপিএলের মতো টুর্নামেন্ট মাতানো তারকা ক্রিকেটার ডু-প্লেসি এখনও এই টুর্নামেন্টে পদচারণা পড়েনি। বাংলা টাইগার্সের এক সাক্ষাৎকারে আসন্ন আসরে বিপিএল খেলতে আগ্রহ প্রকাশ করেছেন এই ডানহাতি এই ব্যাটসম্যানের।
বিপিএল খেলতে আগ্রহ প্রকাশ করে ফাফ ডু প্লেসি বলেন, ‘আমি বিপিএলের এবারে আসরে খেলতে চাই। আশাকরি বিশ্বকাপ শেষে বিপিএল মাঠে গড়াবে এবং আমি সেখানে খেলবো।’
সূত্রঃ অনলাইন